ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

নিয়মিত আমলের প্রতি আগ্রহী করবে যেসব কাজ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

পরকালের মানুষকে মুক্তি দেবে  নেক আমল। আল্লাহ তায়ালা বলেছেন, ‘যে নারী বা পুরুষ ঈমানদার অবস্থায় নেক আমল করবে অবশ্যই আমি তাদেরকে উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম আমলের প্রতিদান দেব’ (সুরা নাহল, আয়াত, ৯৭)। এ জন্য সবার উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেক আমল করা।

বর্তমানে আমলের প্রতি মানুষের অবহেলা চরম পর্যায়ে পৌঁছেছে। অবহেলা কাটিয়ে নিয়মিত আমল করতে এমন কিছু আমল করা উচিত যা অন্যান্য আমল এবং ইসলামী বিধান মেনে চলতে সহায়তা করে। তাই এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত সবার। এমন আমলগুলো হলো-  প্রয়োজনীয় পরিমাণ ধর্মী জ্ঞান(ইলম) অর্জন করা, নামাজ আদায় করা, মুহাসাবা, মুরাকাবা করা এবং তওবা করা।

>> প্রয়োজনীয় পরিমাণ ধর্মী জ্ঞান (ইলম) অর্জন করা উচিত। চাই তা বিভিন্ন বই পড়ে অর্জন করা হোক বা কোনো আলেমের সংস্পর্শে থেকে। তবে বইপত্র পড়ে ধর্মীয় জ্ঞান অর্জনের পরও আলেমের সংস্পর্শে থাকা জরুরি। আলেম বলতে এমন আলেম-যারা নিজের শেখা ইলম অনুযায়ী আমল করে থাকেন।

>> নামাজ আদায় করা। যেভাবেই হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত। যথাসম্ভব জামাতের সঙ্গে নামাজ আদায়ের চেষ্টা করতে হবে। কোনো কারণে জামাতে নামাজ আদায় করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই সময় হবে পড়ে নিতে হবে। এতে করে আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক তৈরি হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে। কারণ, আল্লাহ তায়াল বলেছেন, ‘নিশ্চয় নামাজ সবধরনের অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবুত, আয়াত, ৪৫)

>> মুহাসাবা, মুরাকাবা করা। অর্থাৎ অধিকাংশ সময় একথা খেয়াল রাখা যে, আমি আল্লাহ তায়ালার সামনে অবস্থান করছি। আমার সব কথা, কাজ ও অবস্থা তিনি দেখছেন।- এটাকে বলা হয় মুরাকাবা। 

আর মুহাসাব বলা হয়- দিনের কোনো একটি সময়- যেমন ঘুমানোর আগে একাকি বসে সারাদিনের কাজের কথা স্মরণ করে এমন ধারণা করা যে, আমার হিসাব নেওয়া হচ্ছে কিন্তু আমি উত্তর দিতে পারছি না।

>> আরেকটি আমল হলো - তওবা ইস্তেগফার করা। যখনই কোনো পাপ হযে যাবে, দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। (ইসলাহী-নেসাব, ৩৭০)

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেউ নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে সব বিপদ থেকে মুক্তি দেবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না।’ (আবু দাউদ) তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে, তার জন্য সুসংবাদ রয়েছে।’ (ইবনে মাজাহ)