ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

বরুড়ায় ভাই বোনের মৃত্যুরহস্য জানা যাবে ময়নাতদন্তে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

শুক্রবার সকালে পাকা কাঁঠালের সাথে আটার রুটি দিয়ে নাস্তা খাওয়ানো হয় দুই বছরের আবদুর রহমান ও চার বছরের খাদিজাকে। পরে তালের শাঁসও খায় তারা। দুপুরে মায়ের হাতেই মাসকলাইয়ের ডাল আর গরম ভাত খায় দুই ভাই-বোন। এর কিছুক্ষণ পরই দু’জনেই বমি শুরু করে। অবস্থা বেগতিক দেখে বাবা হাফেজ নেছার উদ্দিন শিশু দু’জনকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। কাছাকাছি হওয়া পাশর্^বর্তী চাঁদপুর জেলার শাহরাস্তির একটি হাসপাতালে নেয়ার পথেই বাবার কোলে মৃত্যুবরণ করে শিশু আবদুর রহমান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয় বোন খাদিজাকে। শিশুটির অবস্থা মুমূর্ষ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার কথা জানানো হয়। কুমিল্লা মেডিকেল থেকে ঢাকায় নেবার পথেই খাদিজারও মৃত্যু হয়। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামে দিঘীরপাড় এলাকায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার বিকালে তাদের দাফন করা হয়।
মুঠোফোনে নিজের সন্তানের মৃত্যুর ঘটনা এভাবেই কান্না জড়িত কণ্ঠে জানান হাফেজ নেছার উদ্দিন। তিনি জানান, আমি বাড়ি ছিলাম না। খবর শুনে বাড়িতে এসে- বাচ্চা দু’টিকে পয়ালগাছা চিকিৎসকের কাছে নেবার পথেই রহমান মৃত্যুবরন করে। এরপর খাদিজাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে- তারা শিশুদের আইসিইউতে নিতে বলে, মেডিকেলে শিশুদের আইসিইউ নাকি নেই- তাই আমি গাড়ী ঠিক করি কোন প্রাইভেট মেডিকেলে নেয়া যায় কি না- পথেই আমার মেয়েটা মারা যায়।  

এই ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, যেহেতু দুই ভাই বোন একসাথে মৃত্যু হয়েছে- তাই পরবর্তী আইনীকার্যক্রম পরিচালনার জন্য ময়নাতদন্ত করা হয়।
কাঁঠাল -রুটি, তালের শাঁস এরপর মাসকলাইয়ের ডাল-ভাত খাওয়ার সাথে মৃত্যুর কোন সম্পর্ক আছে কি না জানতে চাইলে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার জানান, খাবারে কোন ধরনের বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু তারা যেসব খাবার খেয়েছে কোনটি থেকে বিষক্রিয়া হলো সে টি দেখার বিষয়। তারপরও যেহেতু ময়নাতদন্ত হয়েছে- তদন্তেই উঠে আসবে আসল কারণ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কাঁঠাল আগে খোলা রাখলে হলে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, অপর দিকে শিশুরা যেসব খাবার খেয়েছিলো- সবই গরমভাবাপন্ন খাবার। সেক্ষেত্রে কোন খাবার থেকে বিষক্রিয়া হলো নাকি অন্য কোন কিছু এই মৃত্যুর জন্য দায়ী তা ময়নাতদন্তেই উঠে আসবে।   
এদিকে শিশুদের বমি খেয়ে ওই এলাকার মুরগী মারা গেছে কি না এমন তথ্য জানতে চাইলে রহমান ও খাদিজার পিতা নেছার  উদ্দিন বলেন, এমন তথ্য ছড়িয়ে আমার সন্তানদের মৃত্যুর বিষয়টা ভাইরাল হয়ে গেছে। তারা কাঁঠাল খেয়ে আবার তালের শাঁস খেয়েছে- অন্যদিকে প্রচন্ড গরম ছিলো। হয় তো খাবারে কোন সমস্যার কারণে তাদের এই অবস্থা হয়ে থাকতে পারে। গত কয়েকদিন ধরেই এই এলাকায় হাঁস মুরগী মারা যাচ্ছে। এরকমই শুনে আসছি। আমার ছেলে-মেয়ে যে খাবার খায় তাদের মা ও চাচীও একই খাবার খেয়েছে  তাদের কোন সমস্যা হয় নি।  
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং জানান, বিষয়টি খুবই দুঃখজনক। যেহেতেু দুই জন শিশু একসাথে মৃত্যুবরন করেছে তাই আমরা একটি মামলা নিয়েছি এবং ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে মৃত্যুর কারণ কি খাবারের কারণে বিষক্রিয়া, নাকি অন্য কোন কারন। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।