ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বর্ষা কিংবা ঘূর্ণিঝড় আসলেই ধস নামে চাঁদপুর শহর রক্ষা বাঁধে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

বর্ষা কিংবা ঘূর্ণিঝড় আসলেই ধস নামে চাঁদপুর শহর রক্ষা বাঁধে। এবারও রিমালের আঘাতে একই চিত্র। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে চাঁদপুরের পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় শহর রক্ষা বাঁধের প্রায় ২০ মিটার মেঘনা নদীতে দেবে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউয়ে বাঁধে ভাঙন ধরে। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও খুব একটা লাভ হয় নি।

পুরান বাজার মেঘনা নদীর তীর এলাকায় ঢেউয়ের তীব্রতা বাড়ছেই। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে। ভাঙন আতঙ্কে নদীর তীরের অনেক লোকজন নিরাপদ স্থানে আশ্রয় খুঁজছেন। স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

চাঁদপুরের পুরানবাজার ও নতুন বাজার এলাকর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ বাঁচিয়ে রেখেছে, এই শহর রক্ষা বাঁধ। কিন্তু, বর্ষা বা ঘূর্ণিঝড়- সবসময়ই এই বাঁধ থাকে হুমকির মুখে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধের বেশকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। পুরানবাজারেরই ৮টি স্থানে ১৬৫ মিটার ব্লক দেবে গেছে। অনেকের বাড়ির মালামালও চলে গেছে নদীগর্ভে।

ভারি বর্ষণ ও উত্তাল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীপাড়ের ঘর-বাড়ি, মন্দির, রাস্তা-ঘাট। স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে গৃহ-পালিত প্রাণীসহ মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্র। স্থানীয়রা জানায়, গত কয়েক বছরেও এমন দূর্যোগ পরিস্থিতি তারা দেখেননি। ভাঙনের সময় রাতে বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিলো।  এরইমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালুর বস্তা ফেলতে। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই। 

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, রিমালের কারণে মেঘনার পানি মারাত্নকভাবে ফুলে উঠেছিলো। প্রায় ৫-৭ ফুট দৈর্ঘ্যের ঢেউ শহর প্রতিরক্ষা বাঁধে তাণ্ডব চালিয়েছে যার কারণে বাঁধের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রস্তুতি অনুযায়ী আমরা গতকাল রাত থেকে ক্ষতিগ্রস্থ স্থানগুলোতে আমাদের মজুদ রাখা জিও ব্যাগ ফেলেছি। খুব শিঘ্রই মেরামত কাজ শেষ করতে পারবো। ইতিমধ্যেই ৮২৭ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে চাঁদপুর শহর সংরক্ষণ পূনর্বাসন প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজের শুরু হয়েছে। যেটি ২০২৭ সালের জুন মাসের মেয়াদে শেষ করা হবে। এই প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক মানুষ পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার সর্বনাশা ভাঙ্গন থেকে রক্ষা পাবে।

জেলা প্রশাসক কামরুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই ভাঙন রোধে কাজ শুরু করেছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।