ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

বারপাড়ায় চোর সন্দেহে গাছে বেঁধে শ্রমিককে নির্যাতন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লা আদর্শ সদরে যন্ত্রপাতি চুরির অপবাদ দিয়ে রাজমিস্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় করেকজন মিলে শ্রমিককে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটাচ্ছে। পরে পানি পানি বলে চিৎকার করলেও পাশে কেউ আসেনি। নির্যাতনের পর প্লাস দিয়ে হাতের আঙুলের নখ তুলে ফেলা হয়। আহত রাজমিস্ত্রী আজ ৩ দিন যাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর থেকে নির্যাতনকারীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
গত বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এ ঘটনাটি ঘটে।

ঘটনার শিকার শ্রমিক বারপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আল আমিন (৩২)। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী আল আমিন।
জানা যায়, আল আমিন পেশায় দিনমজুর। বারপাড়া সিদ্দিকুর রহমানের ছেলে আশিক (২৮) ও হাফিজ (৩২) এর বাড়ির নির্মাণাধীন বিল্ডিং এর কাজ করার জন্য আল আমিনকে নিয়ে গেলে পারিশ্রমিক বেতন ৬০০ টাকার জায়গায় ৫০০ টাকা দেয়। ৬০০ টাকা দিতে বললে আশিক ক্ষিপ্ত হয়। পরে আল আমিন চলে গেলে আশিকের বাড়িতে কাজ করতে আবার আল আমিনের কাছে যাওয়া হলে সে না করে দেয়। পরে টাকা ৬০০ করে দিবে বলে বাড়িতে নেয়। বাড়িতে নেওয়ার পর নির্মাণ যন্ত্রপাতি চুরির অপবাদ দিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে আশিকের নেতৃত্বে সজল ও নয়নসহ ওই এলাকার কয়েকজন মিলে এস এস পাইপ দিয়ে পিটিয়ে ৩টি আঙ্গুল থেতলে দেয়। হাফিজের হাতে থাকা লোহার প্লাস দিয়ে হাতের আঙ্গুল নখ তুলে ফেলে এবং জোর করে চুরির শিকার নেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী আল আমিন বলেন, হাসপাতালে আসার পর তারা আমাকে ও আমার পরিবারকে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নাকি খুন করে গুম করে ফেলবে। এসব কথা বলে হুমকী ধমকী দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চেয়ে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করে আটকের জন্য চেষ্টা চলছে।