ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আইডিয়ালে ভর্তির লটারিতে দুদকের অভিযান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি চলাকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালায় দুদক। দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেয়।

জানা যায়, ২০১৯ শিক্ষাবর্ষে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখায় প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি হবে।

সোমবার (১০ ডিসেম্বর) ছয় ক্যাটাগরির লটারি এবং মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাকি চার ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ করে দুদক টিম।

অভিযানে লটারির ফলাফল বলপেন অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করে, যা আগে পেন্সিলে লেখা হতো। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিতদের তালিকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রকাশ নিশ্চিত করে। দুদক টিমের উপস্থিতিতে লটারি হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

এদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। গত ৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী ও উপ-সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার এ অভিযান চালায়।

অভিযানের প্রেক্ষিতে অতিরিক্ত হিসেবে নেয়া ৮৩ হাজার ৪০০ টাকা সেমাবার শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। দুদকের নির্দেশে ও মনোহরদীর উপজেলা নির্বাহী অফিসার তারিক হাসানের উপস্থিতিতে এ অর্থ ফেরত দেয়া হয়।

এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে সংক্রমিত দুর্নীতি পর্যায়ক্রমে দূর করে সুশাসন প্রতিষ্ঠায় দুদকের নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে।