ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ কার্যালয়ে মানুষের ঢল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

গতকালের মত আজ শনিবারও মনোনয়ন পত্রের ফরম কেনার জন্য ধানমন্ডির কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন। অনেকেই বাদ্যযন্ত্র নিয়েও হাজির হয়েছেন সেখানে। সিটি কলেজ থেকে জিগাতলা হয়ে আবাহনী মাঠ পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের অসংখ্য খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে। উপচে পড়া ভিড়ের কারণে মনোনয়নপত্র সংগ্রহকারীদের বুথ পর্যন্ত পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে। মূল ভবনে একজন প্রার্থীর সঙ্গে বেশিসংখ্যক নেতাকর্মী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে। গতকাল মোট এক হাজার ৩২৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রথম দিনেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা, মন্ত্রীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র দুটি সংগ্রহ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহর কাছে হস্তান্তর করেন। শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ ও রংপুরের একটি করে আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র বিক্রির জন্য আট বিভাগের জন্য আটটি বুথ খুলেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গতকাল রাতে সাংবাদিকদের বলেন, প্রথম দিন রংপুর বিভাগে ১২৯টি, খুলনা বিভাগে ১৯৫টি, ঢাকা বিভাগে ২০৬টি, সিলেট বিভাগে ৭৮টি, চট্টগ্রাম বিভাগে ২২১টি, রাজশাহী বিভাগে ১৮৪টি, বরিশাল বিভাগে ১৫৪টি এবং ময়মনসিংহ বিভাগের জন্য ১৬১টি মনোনয়ন ফরম বিক্রি হয়। প্রথম দিনে সব বিভাগের জন্য ফরম বিক্রি হয় এক হাজার ৩২৮টি।