ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আশ্রয়ণ-২ প্রকল্প, মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ১৮০ পরিবার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

পাবনার সুজানগর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি আশ্রয়ণ-২ প্রকল্প। প্রকল্পের মাধ্যমে যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ উপ-খাতের আওতায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১০টি ইউনিয়নের নির্মাণ করে দেওয়া হচ্ছে ১৮০ বসত ঘর। প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের জন্য তৈরি করে দেওয়া হচ্ছে ২৯৭ বর্গফুটের বারান্দা সহ করগেট টিনের একটি ঘর আর পাশেই টয়লেট। প্রতিটি ঘর নির্মাণে ও টয়লেটের উপকরণ সহ নির্মাণ খরচ ধরা হয়েছে এক লাখ টাকা। সুজানগর উপজেলার ভায়না, সাতবাড়িয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, সাগরকান্দি, হাটখালী, রাণীনগর, আহম্মদপুর, দুলাই ও তাঁতীবন্দ ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের ১৮০টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

ভায়না ইউনিয়নের গোপালপুর গ্রামের হতদরিদ্র বিধবা তারা খাতুন জানান, ঝড় বৃষ্টিতে আর মানুষের বাড়ীতে আশ্রয় খুজতে হবে না। প্রকল্প থেকে ঘর পাবেন তিনি উচ্ছাসিত হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধরী জানান তার ইউনিয়নের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিটি ঘর পরিপত্র মোতাবেক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর ও টয়লেট তৈরির জন্য উপজেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আশ্রয়ণ-২ প্রকল্পের সদস্য সচিব রেজাউল করিম জানান, উপজেলার ১৮০টি ঘর নির্মাণ জন্য ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ করা হচ্ছে। সুজানগর উপজেলা নির্বাহী ও অফিসার আশ্রয়ণ প্রকল্পের সভাপতি সুজিৎ দেবনাথ বলেন, আগামী মাসের মধ্যেই ১৮০টি অসহায় পরিবারকে ঘরগুলো হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা রাখি। সুজানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন বলেন, উপজেলার হত দরিদ্র মানুষেরা এই ঘরগুলো পাওয়ায় তাদের মাথা গোঁজার ঠাঁই হল।