ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইংরেজি হলো বিজ্ঞানের মাতৃভাষা : যবিপ্রবি ভিসি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

বাংলা যেমন আমাদের মাতৃভাষা, তেমনি ইংরেজি হলো বিজ্ঞানের মাতৃভাষা। আমরা যদি ইংরেজি ভালো করে না জানি তাহলে প্রতিনিয়ত বিজ্ঞানের যে অগ্রগতি সেটা আমরা ধরতে ব্যর্থ হবো।

ইংলিশ অলিম্পিয়াড ২০১৮ যশোর অঞ্চলের বাছাই পর্বের পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এসব কথা বলেন।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উপাচার্য আরো বলেন, ইংলিশ অলিম্পিয়াডের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করবে। শুধু বাংলা নয়, ইংরেজির উপরও তারা দক্ষতা অর্জন করবে। এই বিশ্বায়নের যুগে ইংরেজি অত্যন্ত জরুরি। তিনি বলেন, একজন মানুষ যদি মাতৃভাষা ছাড়াও আরো তিনটি আন্তর্জাতিক ভাষা জানতে পারে, তাহলে প্রতিযোগিতার বিশ্বে সে টিকে থাকতে পারে। আমাদের শিশুদের সেই মন-মানসিকতায় গড়ে তুলতে হবে। ইংলিশ অলিম্পিয়াড আয়োজনে যবিপ্রবি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো: আব্দুল আলীম, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, ইংলিশ অলিম্পিয়াডের প্রধান সংগঠক মো: আমানউল্লাহ, ইংলিশ অলিম্পিয়াডের জাতীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল জাফরি, ইংলিশ অলিম্পিয়াডের যশোর জেলা সমন্বয়ক ওয়ামিয়া তামান্না আফরোজ প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাতব্য সংস্থা ওয়ার্ল্ডওয়াইড অর্গানাইজেশন ফর চ্যারিটি (ডব্লিউওসি) ও ইংলিশ অলিম্পিয়াডের যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড। ‘ইনস্পায়ার লিডারশিপ’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। মূল উদ্দেশ্য বিশ্বনাগরিক তৈরি করা, যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবে। যবিপ্রবিতে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় যশোর অঞ্চলের ৩০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শ্রেণির ৭৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ২০ দিনের মধ্যে ইংলিশ অলিম্পিয়াডের ওয়েবসাইটে এই বাছাই পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণদের মুঠোফোনে খুদে বার্তা এবং ইমেইলেও ফলাফল জানিয়ে দেওয়া হবে। যশোর অঞ্চলের বাছাই পর্বে উত্তীর্ণ সেরা ১০ জন থিয়েটার পর্বে অংশ নেবে।