ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘ও’ গ্রুপ রক্ত হওয়ার সুবিধা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

১৯০১ সালে রক্তের গ্রুপ রয়েছে তা আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তের গ্রুপ নির্ধারণ করা না গেলে বহু মানুষকে বিপদে পড়তে হতো। স্বাস্থ্যের ওপরও কিন্তু রক্তের গ্রুপের প্রভাব আছে। অনেকে বিশ্বাস করেন যে রক্তের গ্রুপ জানলে ব্যক্তিত্ব সম্পর্কেও আঁচ করা যায়। বিশেষ করে ‘ও’ গ্রুপের সদস্যদের উপর এসব প্রভাব বেশি।

রক্তের গ্রুপ যেভাবে স্বাস্থ্যে প্রভাব ফেলে: রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় কিছু অ্যান্টিজেন উপস্থিতি পরিমাপের মাধ্যমে। এন্টিজেন সুনির্দিষ্ট এন্টিবডির সাথে যুক্ত হয়। এন্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তাই এই অ্যান্টিজেনগুলি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করতে পারে। এই কারণে রক্তের ধরন এবং স্বাস্থ্যের সঙ্গে রক্তের গ্রুপের সম্পর্ক সম্পর্কে জেনে রাখা গুরুত্বপূর্ণ।

সবাইকে রক্ত দেওয়া যায়: যাদের রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ, তারা ও ব্লাড গ্রুপ ছাড়াও ‘এ’, ‘বি’, ‘এবি’ পজিটিভ গ্রুপকে ব্লাড দিতে পারে। একারণে ‘ও’ গ্রুপকে ইউনিভার্সাল ব্লাড ডোনার বলা হয়। কিন্তু নিজের শুধুমাত্র ‘ও’ গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে।

স্বাস্থ্য ঝুঁকি

গবেষকদের মতে, রক্তের গ্রুপ যাদের ‘ও’, তাদের ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি থাকে। বিশেষ করে প্লেগ, কলেরা, মাম্পস, যক্ষ্মার মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও সর্দি-কাশির মতো সাধারণ ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেশি থাকে এই গ্রুপের।

‘ও’ গ্রুপ হওয়ার সুবিধা

‘ও’ গ্রুপের সদস্য হওয়ার সুবিধা হলো হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। অন্যান্য গ্রুপের তুলনায় ‘ও’ গ্রুপের সদস্যদের রক্তনালীতে চর্বি জমার সম্ভাবনা কম। এছাড়াও অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৩৫% কম।

ব্যক্তিত্ব

বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও জাপানে বিশ্বাস করা হয়, রক্তের গ্রুপের প্রভাব ব্যক্তিত্ব এবং সম্পর্কে পড়ে। জাপানের বিশ্বাস অনুসারে ‘ও’ গ্রুপের মানুষেরা অনেক বেশি উদার, উৎসাহী, সামাজিক হয়। আর্থিক দিক দিয়েও সচ্ছল থাকে। তবে সম্পর্কের ক্ষেত্রে ‘ও’গ্রুপের সদস্যদেরকে ‘ও’ গ্রুপের সঙ্গী বেছে নিতে নিষেধ করা হয় জাপানে। তাদের মতে ‘এ’ গ্রুপের সঙ্গে ‘ও’ গ্রুপ জুটি হলো ‘পারফেক্ট’। তাই, বিয়ের আগে এখন থেকে রক্তের গ্রুপ বিষয়টাও গুরুত্ব দিয়ে বিবেচনরারি দাবি রাখে বৈকি!