ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গণিতের জাদু, যুক্তির জাদু

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

গণিতের জাদু, যুক্তির জাদু

সচরাচর আমরা মাস তারিখ মনে রাখতে পারলেও দিনটি মনে রাখতে পারি না। বিশেষ কোনো দিন ব্যতীত কোন সালের কোন তারিখ কী বার ছিল তা মনে রাখা খুব কঠিন। এজন্য তখন আমাদের ক্যালেন্ডার, মোবাইল বা কম্পিউটারের সাহায্য প্রয়োজন হয়। তবে যেকোনো সময় হাতের কাছে মোবাইল, কম্পিউটার বা ক্যালেন্ডার না থাকলে শুধু কি তারিখ জেনেই বের করে ফেলা যায় সেই দিনটির নাম? অবশ্যই যায়। বন্ধুদেরকে বাজি ধরে বলে দাও এটা তুমি করতে পারবে।

শুধু তারিখ জেনেই তুমি কয়েক মিনিটেই বলে দিতে পারবে যে, ওই দিন কী বার ছিল বা আগামীতে ওই দিন কী বার হবে। এজন্য মনে রাখতে হবে অল্প কিছু কৌশল আর একেবারে সহজ হাতে করা অঙ্ক। অঙ্ক শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ এই চমত্কার ঘটনাটিতে নিয়মিত যোগ বিয়োগ আর একটি ভাগ ছাড়া অন্য কিছুরই দরকার নেই। এ পদ্ধতি ব্যবহার করে সহজেই হয়ে উঠতে পারো বন্ধুমহলের একজন চমক অথবা কোনো পার্টির মধ্যমণি। সেই সহজ মজাদার কৌশলটিই আজ আমরা শিখব।

মনমতো যেকোনো একটি তারিখ ধরে নাও। ধরো তারিখটি ২০ ডিসেম্বর ১৯৯৬। অর্থাত্ ২০-১২-১৯৯৬

প্রথমেই আমরা লিখে নেব ১৯০০ সাল থেকে উল্লেখিত তারিখ পর্যন্ত পার হয়ে যাওয়া অধিবর্ষের (Leap Year) সংখ্যা।

অধিবর্ষ (Leap year) হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। অধিবর্ষ হয় প্রতি চার বছর পরপর।

এবার আমরা ১৯০০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পার হয়ে যাওয়া অধিবর্ষের সংখ্যা হিসাব করি।

১৯৯৬-১৯০০ = ৯৬

৯৬ ৪ = ২৪

এক্ষেত্রে সেটা হয়েছে ২৪। এর অর্থ ২৪টি অধিবর্ষ পার হয়েছে। মনে রাখতে হবে, শুধু পার হয়ে যাওয়া অধিবর্ষ-ই নিতে হবে। মানে কেবলমাত্র ভাগফলটিকেই নিতে হবে, ভাগশেষ নিলে কাজ হবে না।

এবার নিতে হবে দিনের সংখ্যা। এখানে দিনের সংখ্যা ২০। (কারণ উল্লেখিত তারিখটি ২০ ডিসেম্বর)। এখন প্রতিটি মাসের জন্য নির্ধারিত নিচের প্রতিটি নম্বর মনে রাখতে হবে—

জানুয়ারি—১, ফেব্রুয়ারি—৪, মার্চ—৪, এপ্রিল—০, মে—২, জুন—৫, জুলাই—০

আগস্ট—৩, সেপ্টেম্বর—৬, অক্টোবর—১

নভেম্বর—৪, ডিসেম্বর—৬

এবার নির্ধারিত মাসের জন্য দেয়া নম্বরটি লিখে নাও। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ডিসেম্বর মাস। তাই আমাদের সংখ্যাটি হবে ৬। এখন উপরে প্রাপ্ত সকল সংখ্যাকে যোগ করো।

৯৬ + ২৪ + ২০ + ৬ = ১৪৬

এখন এই যোগফলকে ৭ দ্বারা ভাগ করে বের করে ফেলো ভাগশেষ। এখানে

ভাগশেষ হবে ৬।

১৪৬ ৭ = ভাগফল ২, ভাগশেষ ৬

এখন নিচের বারের জন্য নির্ধারিত সংখ্যাগুলোর সাথে তোমার পাওয়া ভাগশেষ মিলিয়ে দেখো তারিখটি কী বার ছিল।

শনিবার—০, রবিবার—১, সোমবার—২

মঙ্গলবার—৩, বুধবার—৪ বৃহস্পতিবার—৫, শুক্রবার—৬

যেহেতু আমাদের ভাগশেষ ৬ সেহেতু দিনটি ছিল শুক্রবার।