ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

চাঁদপুরে যৌতুক নিরোধ আইনে স্বামী আক্তারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী ২সন্তানের জননী গৃহবধু রাজিনা আক্তার (৩৪) বাদী হয়ে চাঁদপুর কোর্টে যৌতুক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহবধু রাজিনা আক্তার পিতা হলেন পিতা-মৃত জামাল মিজি মাতা-জুলেখা বেগম শাহতলী চাঁদপুর সদর ।

গতকাল ১৭সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর কোর্টে যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় এ মামলা করা হয়।
আদালত যৌতুক নিরোধ আইনের ৩ (তিন) ধারায় মামলাটি আমলে নিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে নিদেশ দেন ।

এতে আসামীরা হলেন তার স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), কে প্রধান আসামী করে ৬জনকে আসামী করা হয়।

এতে অন্য আসামীরা হলেন -২। খতেজা বেগম (৬৫), স্বামী-মৃত সিরাজ মিজি, মাতা-অজুফা খাতুন, ৩। পারুল বেগম (৪৮), স্বামী- মিজান গাজী, পিতা-সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম, সর্ব সাং- বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, বর্তমান- ভাই-বোন বিলাস, হোল্ডিং নং ০৮৯৫-০১, ষোলঘর, বিটি রোড, থানা ও জেলা-চাঁদপুর, ৪। মোঃ শাহজাহান (০৫৩), পিতা-অজ্ঞাত, মাতা-অজুফা খাতুন, সাং-মাষ্টার বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৫। মোঃ কামাল মিজি (৩০), পিতা-অজ্ঞাত, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, ৬। মোঃ জাকির মিজি (৩২), পিতা-মোঃ লোকমান মিজি, মাতা-ফজর বানু, সাং-বহরী, পোঃ আড়ং বাজার, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে , গত ১৬ সেপ্টেম্বর শাহতলীস্থ গৃহবধু স্ত্রী দুসন্তানের জননী রাজিনা আক্তার(৩৪)কে মারধর,নারী নিযাতন ও হত্যা চেষ্টার অভিযোগে প্রতারক বিদেশ প্রেরত স্বামী আক্তার হোসেন মিজির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উক্ত ঘটনায় প্রতারক বিদেশ প্রেরত স্বামী মোঃ আক্তার হোসেন মিজি (৪২), পিতা-মৃত সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম কে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতনে এই অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাথে সাথে চাঁদপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন।বাদী(ভিকটিম)ও স্বাক্ষীগন জবানবন্দী দিয়েছেন ।

বাদীর অভিযোগ সঠিক করে সবাই এক বাক্যে স্বীকার করেন । সেই সাথে অভিযুক্ত স্বামী ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির চাঁদপুরস্থ ঘোলঘরস্থ বাসায় ব্যাপক সাঁড়াশি অভিযান চালায় ।অভিযানের টের পেয়ে সে সটকে পড়ে । এছাড়াও হাজীগন্জের পশ্চিম রাজারগাঁও গ্রামে ১নং আসামী মোঃ আক্তার হোসেন মিজির বোনের বাড়ীতে তাকে ধরতে অভিযান চালায় হাজীগন্জ থানা পুলিশ । কিন্তু সেখানে তাকে পায়নি পুলিশ । পুলিশ তাকে ধরতে দিনরাত অভিযান চালাচ্ছে ।