ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা কখনই ঘটেনি। কখনও টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরে গেছে টি-টোয়েন্টিতে। কখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তো হেরে গেছে টেস্টে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েছে টিম টাইগার। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জয়ের। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ যতটা দুর্বল, উইন্ডিজ ততটাই শক্তিশালী। কিন্তু আশা জাগাচ্ছে সর্বশেষ লড়াই।

সোমবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিজেদের পক্ষে থাকবে। তাছাড়া সর্বশেষ ১১ টি-টোয়েন্টিতে ৯টিই হেরেছে উইন্ডিজ। তাই প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, প্রথমবারের মতো ট্রেবল জয়ের কীর্তি গড়তে মাঠে নিজেদের উজাড় করে দেবে তার শিষ্যরা। এই সম্ভাবনায় ক্রিকেটাররা দারুণ রোমাঞ্চিত।

রোডস বলেন, ‘অবশ্যই সম্ভব (ট্রেবল জয়)। আমরা নিজেদের সেরা চেষ্টাই করব। ওদের তিনটা সিরিজেই হারাতে আমাদের খুব ভালো লাগবে। এই দলটি ভারতের বিপক্ষে সিরিজে ম্যাচ জিতেছে, আমাদের বিপক্ষেও সিরিজে ম্যাচ জিতেছে। তবে অবশ্যই ওরা কোনো সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই এটা হবে ভীষণ কঠিন। আমি বাংলাদেশের সব ক্রিকেট ভক্তকে বলতে পারি, তিনটি সিরিজেই জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।’

সবাই জানে যে টি-টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজের ক্রিকেটাররা বিশ্বের সেরা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের বিপুল চাহিদা। বিষয়টি মাথায় রেখেই দেশের মাটিতেও বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ রোডস, ‘ফেভারিট কে? আমি ঠিক নিশ্চিত নই। এই সংস্করণে ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। টি-টোয়েন্টিতে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের পরিকল্পনা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া আর সিরিজ জেতা। আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, সেখান থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি।’