ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মক্কা-মদিনায় হেলথ ক্লিনিকের সংখ্যা বাড়ছে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

হজযাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী বছর (২০১৯) থেকে মক্কা মদিনায় বাংলাদেশ হেলথ ক্লিনিকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর পর্যন্ত মক্কা ও মদিনায় একটি করে হেলথ ক্লিনিক চালু থাকলেও ২০১৯সাল থেকে দুটি স্থানে একাধিক হেলথ ক্লিনিক চালু হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী বছর মক্কাতে কমপক্ষে চারটি হেলথ ক্লিনিক থাকবে।হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স ও স্বাস্থ্য সহকারীসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে।

রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় বক্তৃতাকালে ধর্ম সচিব আনিছুর রহমান এ তথ্য জানান।

কর্মশালায় ২০১৮সালের হজ ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা প্রদানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

পরিসংখ্যানে দেখা যায় ২০১৮ সালে মক্কা ও মদীনায় স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে মোট ১ লাখ ১৮ হাজার ৭১৮ জন চিকিৎসা সেবা নিয়েছেন। ২০১৬ ও ২০১৭ সালের চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৬৪ হাজার ৫৭ জন ও ৯৪ হাজার ১৮০ জন।

মক্কা ও মদিনার স্বাস্থ্য সেবা কেন্দ্রে হজযাত্রীদের প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ওষুধ সরবরাহ, জটিল রোগীদের সৌদি হাসপাতালে প্রেরণ, ভর্তি রোগীদের তত্ত্বাবধান, মৃত্যুবরণকারী হজযাত্রীদের দাফন ও অসুস্থ হজযাত্রীদের বাংলাদেশে পাঠানো হয়।

কর্মশালায় জানানো হয়, ২০১৮ সালে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে ১৪৫ জন হাজি মারা যান। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১৫২ ও ২০১৬ সালে সংখ্যা ৮৫ জন।

মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা গেছে ২০১৮সালে মক্কা-মদিনায় মারা যাওয়াদের মধ্যে হার্ট অ্যাটাকে ৬৯ জন, হিট স্ট্রোকে ৪ জন, ব্রেন স্ট্রোকে ৬ জন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ৭ জন, কিডনি জটিলতায় ৭ জন, শ্বাসকষ্টে ১৪ জন,নিউমোনিয়ায় ১ জন, মানসিক রোগে ১জন, খাদ্যনালী ও লিভার সংক্রান্ত জটিলতায় ৩ জন, দুর্ঘটনায় ২ জন ও অন্যান্য কারণে ৩১ জন মারা যান।

কর্মশালায় বক্তারা বলেন, হজের সময় লক্ষাধিক বাংলাদেশির স্বাস্থ্য সেবায় মক্কা ও মদিনায় একটি করে হেলথ ক্লিনিক খুবই অপ্রতুল।

তারা জানান, প্রতিবেশী দেশ ভারতের হজ যাত্রীদের সেবা দিতে শুধুমাত্র মক্কাতেই প্রায় ৪০টি হেলথ ক্লিনিক রয়েছে। সেখানে বাংলাদেশের মাত্র একটি হেলথ ক্লিনিকে অসংখ্য রোগীর স্বাস্থ্য সেবা প্রদানে চিকিৎসক নার্স ও সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়।

সার্বিক বিবেচনায় মক্কা ও মদিনায় হেলথ ক্লিনিকের সংখ্যা বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে বলে জানান ধর্মসচিব আনিসুর রহমান।