ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্বল্প মূল্যে শীতের পোশাক কিনুন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত চলে এসেছে। আর শীত আসতেই প্রয়োজনীয় শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। বিভিন্ন শো-রুমে হাই কোয়ালিটির শীতের পোশাকের বহর দেখা যাচ্ছে যদিও দাম তুলনামূলক একটু বেশি। তবে যারা কম দামে পছন্দমতো শীতের পোশাক কিনতে চান তারা খোঁজ নিতে পারেন নিউমার্কেট, বঙ্গবাজার, মিরপুর-১০, গুলিস্তান। এখানে পাবেন নানা ধরনের শীতের পোশাকের সমাহার।

পোশাকের ধরন-

বিভিন্ন ধরনের শীতের পোশাক রয়েছে। ছেলেদের জন্য রয়েছে নানা ধরনের পোশাক কলার গলা, সামনে চেইন, বোতাম, গলা আটকানো, জাম্পার, ব্লেজার, জ্যাকেট, কোট ইত্যাদি। এসব পোশাক সাধারণত চামড়া, রেক্সিন, উল ইত্যাদি দিয়ে তৈরি যা শীতের ঠাণ্ডা হাওয়া থেকে আপনাকে দেবে উষ্ণতা। ডেনিম বা গ্যাবার্ডিন কাপড়ের তৈরি পোশাকেরও রয়েছে বেশ চাহিদা।শীত মেয়েদের জন্য ফ্যাশনেবল ঋতুও বলা যায়। শীতে মেয়েদের জন্য বিভিন্ন ফ্যাশনেবল কালেকশন বেশি থাকে। শীতের জন্য সোয়েটার, উলের কার্ডিগান, বিভিন্ন ধরনের ব্লেজার, বিভিন ধরনের স্টাইলিশ চাদর, শাল ইত্যাদি। তবে কাশ্মিরী শালের প্রাইজটা একটু বেশিই।

দামের রকমফের-

বিভিন্ন পোশাকগুলোর দামেও ভিন্নতা রয়েছে। তবে পোশাকের মান ও কোয়ালিটি অনুযায়ী মেয়েদের নরমাল শীতের পোশাক কিনতে পারবেন ২০০ থেকে ৬০০ টাকা। আর রেগুলার ইউজের চাদর গুলো ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। তবে যেকোনো পোশাকই ভালো দোকানে একটু বেশি নিতে পারে। ছেলেদের ক্ষেত্রেও দামের ভিন্নতা রয়েছে। নরমাল ফুল হাতার টি-শার্ট ৩০০ থেকে ৪০০ টাকা। গেঞ্জির কাপড়ের সোয়েটারগুলো কিনতে পারবেন ৩০০ থেকে ৫০০ টাকা। উলের সোয়েটার জাম্পার ৪০০ থেকে ৫০০টাকা। ছেলেদের ক্ষেত্রে রেক্সিনের ব্লেজার গুলোর দাম একটু বেশি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। নরমাল ক্যাজুয়াল ব্লেজার পাবেন ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

যেখান থেকে কিনবেন-

শীত উপলক্ষে বিভিন্ন জায়গায় পোশাকের মেলা বসে। মিরপুর ১০ নম্বর শাহ-আলী মার্কেট থেকে বের হলেই শীতের পোশাকের মেলা। মিরপুর-১ এ মুক্তিযোদ্ধা মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ঢাকা কলেজের সামনে, নিউমার্কেট এলাকায় নিউমার্কেট, গাউছিয়া, বদরুদ্দোজা সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, মতিঝিল, প্রিন্স প্লাজা, প্লাজা এআর, বঙ্গবাজার, গুলিস্তান ইত্যাদিসহ বিভিন্ন এলাকার মূল বাজারের আশপাশেই কম দামে শীতের পোশাকের সন্ধান পাবেন।