ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আলু চাষে বিপ্লব

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

শ্রমিক সঙ্কট, প্রত্যাশিত দাম না পাওয়ার আশঙ্কা থাকা স্বত্বেও থেমে নেই নওগাঁর কৃষকরা। আমন ধান ঘরে তোলার পর পতিত জমিতে আলু চাষ করেছেন শতাধিক কৃষক। বাম্পার ফলনের আশায় আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময়ও পার করছেন তারা।

সংকটের কারণে শ্রমিকপ্রতি ৫০-১০০ টাকা অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে। এছাড়া আলুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তো আছেই।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বছরের পর বছর যে জমিগুলো পড়ে থাকত গত কয়েক বছর ধরে সে জমিগুলোতে আগাম জাতের আলু চাষ করে বিপ্লব ঘটিয়েছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর আলুতে বেশি লাভ হবে।

চলতি মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয় ও উন্নত জাতের ষাঁটা আলু চাষ করেছে কৃষকরা। এ জাতের আলু রোপনের মাত্র দুই মাসের মধ্যে বাজারজাত করা যায়। ফলে বাজারে আলুর দাম ভাল পাওয়া যায়। বিগত বছরের মত এবার আলুর রোগ বালাই কম হওয়ার গাছ ভাল হয়েছে। ফলে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা।

চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউপিতে ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চাষ হয়েছে ৮০০ হেক্টর জমিতে। এখনো কোন কোন মাঠে আলু রোপণ চলছে। ফলন ভাল হলে বিঘাপ্রতি ৩৫-৪০ মণ আলু পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আর ১ বিঘা জমিতে আলু চাষে খরচ হয় প্রায় ৮-৯ হাজার টাকা।

এনায়েতপুর গ্রামের কৃষক আরিফুল বলেন, গত বছর হিমাগারে আলুর বীজ রেখে ভাল মানের বীজ পেয়েছি। এ বছর ৩ বিঘা জমিতে আলু চাষ করছি। এখন পরিচর্যার কাজ চলছে। গত বছর খরচ বাদ দিয়ে ২৫ হাজার টাকা লাভ করেছি। আশা করছি এবার বেশি লাভ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, চলতি মৌসুমে আবহাওয়া আলু চাষের অনুকূলে রয়েছে। পর্যন্ত ক্ষেতে রোগ-বালাইয়ের প্রকোপ নেই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে, এবারো বাম্পার ফলন হবে। কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান করবে।