ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কর্মীর ভূমিকা রাখবে সাধারন জনগণ - বাহার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা -৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,অতীতের এমপি-মন্ত্রীরা কুমিল্লার মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে জনগনের কোন উন্নয়ন করেনি। তারা  জনগনের সম্পদ লুট করে  নিজেদের উন্নয়ন করেছে। আমি এমপি নির্বাচিত হয়ে জনগনের হক জনগনকে বুঝিয়ে দিয়েছি। বিগত ১০ বছরে কুমিল্লা সদরে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা নেই যেখানে অনুদান দেইনি। আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাঘাটের উন্নয়ন করেছি। ১০ বছরে কুমিল্লায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। শুধু কালিরবাজার ইউনিয়নেই ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি। কুমিল্লার উন্নয়ন আর আপনাদের সমস্যা সমাধানে দিন-রাত শ্রম দিয়েছি। আপনাদের জন্য কাজ করতে গিয়ে নিজের পারিবারিক জীবন বিসর্জন দিয়েছি। আসন্ন নির্বাচনে ভোটের দিন আমি আপনাদের জন্য ব্যায় করা শ্রমের মূল্যায়ন চাই। কুমিল্লা সদরে শতভাগ উন্নয়ন করেছি,শতভাগ ভোট চাই। আর উন্নয়ন প্রতিদান হিসাবে আপনাদেরকে ভোট কেন্দ্র পাহারা দায়িত্ব দিতে চাই। ৩০ তারিখ কুমিল্লার সাধারন জনগনকে কর্মীর ভূমিকায় দেখতে চাই। 
 গতকাল রবিবার সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত আদর্শ সদর উপজেলার ১ নং কালিরবাজার ইউনিয়নের পূর্ব নির্ধারিত ২১ টি এবং অনির্ধারিত আরো ৪ টি পথসভায় বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। এসময় পথসভায় উপস্থিত জনতা দু’হাত তুলে হাজী বাহার এমপিকে সমর্থন জানান। 
 হাজী বাহার এমপি আরো বলেন, যারা মানুষের হক লুটে খেয়েছে, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আগুন সন্ত্রাস করে যারা শত শত জীবন্ত মানুষ পুড়িয়েছে সেই জামাত-বিএনপিকে আর ভোট দেয়া যাবেনা। তিনি বলেন বিগত দিনে বিএনপি ভোট নিয়ে মানুষের সাথে প্রতারনা করেছে, জনগনের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। 
সকাল সাড়ে ৮ টা থেকে স্থানীয় সৈয়দপুর বাজার থেকে শুরু করে কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন এলকায় দিন ব্যাপি ২০টি উঠান বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখেন এমপি বাহার। রাত  ১০ টায় তিনি  দক্ষিন-পূর্বাঞ্চলের পাহাড়তলী কাচার এলাকায় পথসভার মধ্যে দিয়ে গনসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন। এছাড়া কাবিলা চৌমুহনী,বেজবাড়ী মাদ্রাসা মাঠ, মনশাসন বেলতলী বাজার,কৃঞ্চপুর স্কুল মাঠ,জাংগালীয়া ,চনগাঁও,ধনুয়াখলা তালতলা চৌমুহনী,ধনুয়াখলা বাজার, কমলাপুর বাজার, কামাইরবাগ মোড়, অলিপুর স্কুল মাঠ, আনন্দপুর স্কুল মাঠ, হাতীগাড়া স্কুল মাঠ,উজিরপুর,ফেনুয়া, ধনুয়াইশ,যশপুর ,ভল্লবপুর,কালিরবাজার এলাকায় শেষ উঠান বৈঠক করেন এমপি বাহার। যাত্রাপথে প্রতিটি সড়ক,মার্কেট সহ বিভিন্ন স্থানে  অপেক্ষারত স্থানীয় লোকজনের সাথে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠকগুলোতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। আনন্দপুর স্কুল মাঠে আয়োজিত সভায় এশিয়া মহাদেশের অন্যতম লিভার রোগ বিশেষজ্ঞ ডা.মবিন খান বঙ্গবন্ধু ও দেশরতœ শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়ে এমপি বাহারের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
 এসময় উপস্থিত ছিলেন, এমপি বাহার কন্যা ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. বাকি আনিছ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মোরশেদ আলম, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল,কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক মাস্টার মোরশেদ শাকিল, মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টু, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াস,কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ,আওয়ামী লীগ নেতা ওমর আলী, সিদ্দিকুর রহমান,নূরুল ইসলাম ইছুফ,আবদুর রহিম মাষ্টার, মোহাম্মদ আলী কন্ট্রেকটর, হাজী আবদুল হালিম, জহিরুল ইসলাম ভূইয়া, আলহাজ্ব মো.মফিজুল ইসলাম,সামছুল হক, আবদুল মান্নান মেম্বার, প্রফেসর জাহাঙ্গীর আলম, হাজী জসিম উদ্দিন, আবদুর রব মেম্বার,সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান টিটু,আবুল হোসেন,ফরহাদ হোসেন, হুমায়ুন কবীর সহ উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।