ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুবির বাজেট/ চিকিৎসাখাতে বরাদ্দ বাড়েনি, মাথাপিছু বরাদ্দ ৭৯ টাকা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তায় বরাদ্ধ রাখা হয়েছে ৬ লক্ষ টাকা। যা মাথাপিছু ৭৯ টাকা করে পড়ে। গত বছরও স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্ধ একই ছিল।
তবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলছেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাই এই বাজেট যথার্থ।
গত রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে ৯৬তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এই বাজেট পেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট স্বাস্থ্যসেবা গ্রহীতার সংখ্যা ৭ হাজার ৫০১ জন। বরাদ্ধকৃত ৬ লক্ষ টাকাকে ৭ হাজার ৫০১ জনের মধ্যে ভাগ করা হলে মাথাপিছু ৭৯ টাকা করে বরাদ্ধ আসে।
২০২৩-২৪ সালের যে বাজেট ছিলো সেটি পর্যালোচনা করে দেখা যায় নতুন বাজেটে প্রতিটি খাতেই এই বছর বরাদ্দ বেড়েছে। কিন্তু চিকিৎসা খাতে বরাদ্দ একই রকম রয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত সরঞ্জাম নেই, ওষুধ নেই, চিকিৎসক নেই। এমন পরিস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য চেকআপের জন্য পর্যাপ্ত আয়োজন ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বরাদ্দ আরও বাড়ানো দরকার। এটা আমাদের শিক্ষার্থীদের সুস্থ থাকার কথা বিবেচনা করে হলেও যথাযথভাবে বাড়ানো উচিত।'
প্রাথমিক চিকিৎসা খাতে বরাদ্দ বাড়েনি কেনো এই প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'আসলে আমরা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনেক কিছুই বিবেচনা করা হয়৷ আর যদি এই বরাদ্দ যথেষ্ট না হয় তবে ৬ মাস পরে যে রিভাইজ বাজেট হবে সেখানে বাড়ানো যেতে পারে।'
জনপ্রতি বরাদ্দ মাত্র ৭৯ টাকা এই বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, 'আসলে এটা জনপ্রতি এভাবে হিসাব করা হয় না। বাজেট হয় সার্বিক দিক বিবেচনায়। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার তো উন্নত না, এখানে সরঞ্জাম, ডাক্তার অনেক কিছুরই সংকট আছে৷ প্রাথমিক চিকিৎসা বলতে যেটা বুঝায় সেটার জন্য বরাদ্দ হিসবে যদি প্রতি মাসে ৫০ হাজার করেও ধরা হয় তাহলেই যথেষ্ট হয়, সে হিসেবে ১২ মাস অনুযায়ী এই বরাদ্দ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ গুলো হলো- বেতন ভাতা বাবদ ৪৩ কোটি ৯৩ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ২০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি ৬০ হাজার টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৭ লক্ষ ৮০ হাজার টাকা, মূলধন বাবদ ৫ কোটি ২ লক্ষ টাকা, চাকুরি সম্পর্কিত নগদ সামাজিক সুবিধাদি বাবদ ৪১ হাজার টাকা, অন্যান্য অনুদান বাবদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা।