ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লার হোমনার মনিপুরে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

কুমিল্লার হোমনায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২১ নভেম্বর উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে। ওয়ারেন্টভূক্ত আল আমিন ওই গ্রামের মৃত রব মিয়ার ছেলে ও মামলার বাদী আসমা আক্তারের স্বামী।


অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ৯ জানুয়ারী উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত মো. মোবারক হোসেনের মেয়ে আসমা আক্তারকে একই উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত রব মিয়ার ছেলে আল আমিন ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করে। দীর্ঘ ৯ বছরের সংসারে তাদের দু’টি সন্তান থাকলেও সুখ ছিলো না পরিবারে। মেয়ের পরিবারে সুখের কথা চিন্তা করে আসমার বাবা বেঁচে থাকতে এবং মরার পরে আসমার ভাইয়েরা যৌতুক হিসেবে সময়ে-সময়ে প্রায় ৯ লক্ষাধিক টাকা দেয়। ওই টাকা নিয়ে বাজারে ব্যবসা ও জমিতে একটি বাড়ি তৈরী করে। কিন্তু কোন কিছুতেই মন ভরেনি স্বামী আল আমিনের। আল আমিনের মা, ভাই, বোনসহ সে নিজেও যৌতুকের টাকার জন্য উছিলা করে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। এ নিয়ে এলাকায় একাধিকবার দেন দরবার হলেও নির্যাতন কখনোই থেমে থাকেনি। অবশেষে গত ৪-৫ মাস পূর্বে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ভিকটিম আসমা আক্তার বাদী হয়ে স্বামী আল আমিন, ভাসুর-দেবর আলাউদ্দিন, সালামত, শ^াশুড়ী মোহসেনা ও ননদ বিলকিসকে আসামী করে ৭৫২/১৮ইং মামলা নং দায়ের করা হয়। ওই মামলায় সকলে হাজির হলেও আল আমিন আদালত অবমাননা করে হাজিরা না হয়ে তার প্রতি ক্ষিপ্ত হয়ে উল্টো তাকে উকিলের মাধ্যমে ডাকযোগে তালাক নোটিশ পাঠায়। বিষয়টি আদালতকে অবগত করা হলে বিজ্ঞ আদালত স্মারক নং ৭৪৩- এ গত ১৫ নভেম্বর তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি। উক্ত পরোয়ানার মাধ্যমে আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণের জন্য হোমনা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ করিলে। হোমনা থানার চৌকশ অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২০ নভেম্বর মঙ্গলবার রাতে আসামী আল আমিনকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।


ভিকটিম আসমার ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, আমার বোনের সুখের জন্য তাদের পরিবারকে প্রায় ৯ লাখ টাকারো বেশি যৌতুক দিয়েছি। কিন্তু আল আমিন আমার বোনকে নিয়ে সংসার করার ইচ্ছা নাই। সে অন্য একটি নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে।
ওয়ারেন্টভূক্ত আসামীকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বি বলেন, আমরা স্ত্রী দায়ের করা মামলায় ওয়ারেন্টভূক্ত স্বামী আল আমিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।