ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

কুমিল্লায় ফুটে উঠেছে বর্ষার মোহনীয় রূপ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

বর্ষাকাল বাঙালির একটি অন্যতম প্রিয় ঋতু। বাংলা ও বাঙালির ঋতুই বর্ষা। বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে গিয়ে মোহনীয় হয়ে ওঠে। প্রকৃতি সেজে ওঠে এক সম্মোহনী সাজে।

সবেমাত্র প্রকৃতিতে বর্ষা ঋতু স্থাপন করেছে অধিকার। এরই মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার খাল বিল ভরে উঠেছে বর্ষার অবারিত জলে। জলের ওপর ফুটে আছে নানা রকম ফুল। বর্ষারানি কদম ফুটেছে, গাছে গাছে নানারকম বর্ষা ফুল দৃষ্টি কাড়ছে। এতে যেন প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে।

দিনভর নূপুর সংগীতের মতো বৃষ্টির গান শুনিয়ে আকাশকে আবেগময় করে দিয়ে প্রকৃতিতে আসে বর্ষা ঋতু। বিখ্যাত কবি-সাহিত্যিকরাও তাদের লেখায় বর্ষাকে তুলে এনেছেন নান্দনিক রূপে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকে তুলে এনেছেন এভাবে, 'এসো হে সজল ঘন বাদল বরিষণে / বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরি শিখর চুমি ছায়ায় ঘেরা কানন ভূমি, / জীবন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে।' কবি কাজী নজরুল ইসলাম বর্ষাকে তুলে এনেছেন এভাবে, 'বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে। বাজে গুরু গুরু আনন্দ-ডমরু অম্বর মাঝে।'

বর্ষাকালের ছোঁয়ায় ব্রাহ্মণপাড়ার খাল বিল পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। খালে বিলে শাপলা শালুক আর কচুরিপানা ফুলে সেজেছে প্রকৃতিতে। খাল বিলের থইথই পানিতে নৌকা আর কলার ভেলায় যেন গ্রামবাংলার চিরাচরিত রূপ ফুটে উঠেছে। এই বাড়ন্ত পানিতে পাওয়া যাচ্ছে দেশি নানা জাতের মাছ। বর্ষার আগমনেই যেন 'মাছে ভাতে বাঙালি' বাঙালির এই প্রবাদটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রিমঝিম শব্দের গান শুনিয়ে অঝোর বৃষ্টির স্বাদ প্রকৃতিপ্রেমীসহ সব মানুষকেই আবেগঘন করে তুলছে। নানারকম ফুলে ফুলে প্রকৃতি যেন নৈসর্গিক হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা শরাফত আলী (৭৭) জানান, প্রকৃতিতে আষাঢ় মাস প্রবেশ করলে বৃষ্টিপাত বেশি হয়। আর এ কারণেই খাল বিলে পানি জমে খাল বিল পানিতে ভরে যায়। আর এই সময়টাকেই বলে বর্ষাকাল। বর্ষাকাল ছাড়া যেন বাংলার পরিচিতির পূর্ণতা পায় না। তবে এক সময় বর্ষাকালের যে চিরায়ত রূপ দেখা যেত দিন দিন তা ম্লান হয়ে উঠছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও খাল সংস্কার এবং খাল দখলের ফলে এখন আর বর্ষার সেই প্রকৃত রূপ আগের মতো তেমন একটা দেখা যায় না।

স্থানীয় বিদ্যাপীঠ চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. অপু খান চৌধুরী বলেন, বর্ষা ঋতু বাঙালির মনের ঋতু। ঘনঘোর বাদল দিনের স্বাদ আমরা সকলেই নিয়ে থাকি। বর্ষায় প্রকৃতি জলবতী হয়ে ওঠে। গ্রামবাংলার চিরচেনা রূপের বৃহৎ অংশ এই বর্ষা। বর্ষায় প্রকৃতি যেন কোমল হয়ে ওঠে।