ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

চান্দিনায় একাধিক স্কুলের মাঠে গরুর হাট!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৫ জুন ২০২৪  

কুমিল্লার চান্দিনায় সরকারি আইন লঙ্ঘন করে একাধিক স্কুলের মাঠে পশুর হাট বসেছে। কোথাও কোথাও শুধু মাঠ নয়, স্কুলের বারান্দাও দখলে নিয়েছে ইজারাদাররা। স্কুল চলাকালীন সময় থেকে প্রশাসনের কাছে এমন অভিযোগ করার পরও প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ না থাকায় শেষ মুহুর্ত পর্যন্ত চলছে হাট।
উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধেরেরা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসছে গরুর হাট। ওই তিনটির মধ্যে দোল্লাই নবাবপুর গরু বাজারটি স্থায়ী বাজার এবং বাকি দুটি অস্থায়ী হাট।
শুক্রবার (১৪ জুন) সরেজমিনে দোল্লাই নবাবপুর বাজার গিয়ে দেখা যায়, বাৎসরিক ইজারাকৃত স্থায়ী গরু বাজারের নির্ধারিত স্থানে বাজার না বসিয়ে পাশের দুইটি বিদ্যালয়ের মাঠ দখল করে ঈদের গরুর বাজার বসিয়েছে ইজারাদার।
পুরো বাজারের মাঠ দখলের পাশাপাশি বিদ্যালয়ের বারান্দা পর্যন্ত দখল করে নিয়ে স্কুলের বারান্দায় বাঁশ বেঁধে গরু রাখা হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়।
নাম প্রকাশ না করা শর্তে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার দোল্লাই নবাবপুর বাজারের সপ্তাহিক হাট। গত সোমবার (১০ জুন) বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসায় পাঠদান ব্যাহত হয়েছে। দুপুর পর্যন্ত বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি ছিল না।
দোল্লাই নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, সোমবার মাঠে গরুর হাট বসায় আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেছিলাম। সেদিন বিদ্যালয়ের ঠিকমতো পাঠদান হয়নি।
দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রতি বছর কোরবানির ঈদে বিদ্যালয়ের মাঠেই গরুর হাট বসে। এগুলো বলেও কোন কাজ হয় না।
চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান জানান, স্কুল মাঠে গরুর হাট বসলে আমরা কি করবো? তবে বারান্দায় গরু বাঁধার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
দোল্লাই নবাবপুর গরু হাটের ইজারাদার সার্জেন্ট (অব.) সাদেক হোসেন এর ব্যবহৃত ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
একই দিন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাট বসেছে। শনিবার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসার কথা রয়েছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অফিসারদেকে নির্দেশনা দেয়া হয়েছে।