ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

চুরির অপবাদে ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে নির্যাতন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ায় বিষ্ণুপুরে মুঠোফোন চুরির অপবাদে এক নারীকে নির্যাতনের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের একজন চৌকিদারের স্ত্রী এবং ওই ইউনিয়নের কালাছড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ইউপি সদস্যরা হলেন ইসহাক আলী ও হোসেন আলী।

গত শনিবার রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা নারী গ্রেপ্তার দুই ইউপি সদস্যসহ চারজনকে আসামি মামলা করেছেন।

ভুক্তভোগী নারী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিষ্ণুপুরের মহেশপুর গ্রামের হুমায়ুনের এক আত্মীয়ের মুঠোফোন চুরি হয়। গত ৮ জুলাই বেলা আড়াইটার দিকে হুমায়ুনের ভাই হারুনের স্ত্রী ওই নারীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে মুঠোফোন চুরির অপবাদ এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ইউপি সদস্য ইসহাক ও হোসেনসহ কয়েকজন ওই নারীকে মুঠোফোন চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ও ঘটনা স্বীকার করে নিতে চাপ দিতে থাকেন। একপর্যায়ে ইউপি সদস্য ইসহাক গামছা দিয়ে ওই নারীর মুখ বাঁধেন। এ সময় দুই ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন ওই নারীকে শ্লীলতাহানিসহ বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে ওই নারীর শরীরে গরম পানি ঢেলে দেন তারা। ভুক্তভোগী নারী জানান, পরে ইউপি সদস্য হোসেন মিয়া তার ঘর থেকে ছেলের মাদ্রাসার বেতনের জন্য রাখা তিন হাজার টাকা নিয়ে যান।

নির্যাতনের শিকার ওই নারী আরও জানান, হারুনের স্ত্রী তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। ইউপি সদস্য ইসহাক সকলের সামনে তাকে আপত্তিজনক কথাবার্তা বলেন। তারা তাকে মারধর শুরু করেন। এ সময় তার তিন বছরের শিশু সন্তান সাইমন তার কোলে ছিল। তাকেও তারা মারধর করেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, চুরির অপবাদে ওই নারীকে শ্লীলতাহানি করেছে। গরম পানি ঢেলে নির্যাতনসহ মারধর করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে দুই ইউপি সদস্যসহ চারজনকে আসামি করে মামলা দিয়েছে। দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।