ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘জয় বাংলা ম্যারাথনে’ দৌড়াবে ৩৫০০ দৌড়বিদ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪। এ হাফ ম্যারাথনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩ হাজার ৫০০ জন দৌড়বিদ অংশ নেবেন। এই হাফ ম্যারাথন ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। তবে ৫ হাজার অংশ নেওয়ার কথা থাকলেও ভালোমানের সেবা দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৩৫০০-তে সীমিত রাখা হয়েছে।

ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির ট্র্যাফিক তেজগাঁও বিভাগ কর্তৃক ম্যারাথন চলাকালীন সময়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

শুক্রবার ভোর ৫টায় বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে এ ম্যারাথন।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব বিষয় জানান বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব এর সভাপতি এবং পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। পরে অনুষ্ঠানে জার্সি উন্মোচন করা হয়।

এসময় আরও জানানো হয়, ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনজ কুমার মজুমদার এবং অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এসময় এই ম্যারাথনের নিয়ম ও যাবতীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরে বনজ কুমার জানান, প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্ট থেকে এবং শেষ হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের সামনে। প্রতিযোগীদের ওয়ার্মআপ সেশন চলবে ভোর ৪টা ৩০ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এবং লাইন আপ হবে ভোর ৪টা ৪৬ মিনিটে। দৌড় শুরু হবে ভোর ৫টায়।

প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়াসহ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট। ১৬ বছর থেকে ৫০ বছর (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- ১ম পুরস্কার ১ লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৩০ হাজার টাকা, ৭ম পুরস্কার ২৫ হাজার টাকা, ৮ম পুরস্কার ২০ হাজার টাকা, ৯ম পুরস্কার ১৫ হাজার টাকা, ১০ম পুরস্কার ১০ হাজার টাকা।

৫১ বছর থেকে তদূর্ধ্ব (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- ১ম পুরস্কার ১ লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা।