ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাল স্বাক্ষরে মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ এর স্থগিতাদেশ প্রত্যাহার ও পুণরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। চলতি বছরের ২ জুন মাদরাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ পরিচালনার জন্য মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. সুলতান উদ্দীন আহমেদ একজন প্রিজাইডিং অফিসার নিয়োগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৯ মে এই মাদরাসার নির্বাচন পরিচালনার জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্যকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি মাদরাসা নির্বাচন পরিচালনার দায়িত্বভার গ্রহন করে মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (সংশোধিত ২০১২) অনুযায়ী চুড়ান্ত ভোটর তালিকা প্রণয়নের বিষয় নিশ্চিত হয়ে বিগত ১৬ মে বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ এর নির্বাচনি তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত ছিল মনোনয়ন দাখিল, ২৮ মে ছিলো মনোনয়ন বাছাইয়ের তারিখ এবং ৩০ মে মনোনয়ন প্রত্যাহার ও ১০ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। তবে গত ২৮ মে মনোনয়ন বাছাইয়ের দিনে প্রিজাইডিং অফিসার বড়হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ এর নির্বাচন স্থগিত করে। এ সময় তিনি স্থগিত পত্রে উল্লেখ করেন, তফসিল পরবর্তী সময়ে দাতা সদস্য মো. এলেম খানসহ কয়েকজন গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রথমে মৌখিক ও পরবর্তীতে ৭২ জন এলাকাবাসীর পক্ষে প্রতিষ্ঠানে অবৈধভাবে কাউকে না জানিয়ে ভোটার তালিকা তৈরী করা হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়াও তিনি স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, কিছু প্রভাবশালী কুচক্রী মহলের দ্বারা অবৈধভাবে বাধ্য হয়ে প্রিজাইডিং কর্মকর্তা বড়হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছেন।

এ বিষয়ে, স্মারকলিপি প্রদানকারী অভিভাবক সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বলেন, দাতা সদস্য এলেম খানসহ ৭২ জন গ্রামবাসীর কথিত আবেদন পর্যালোচনা করলে দেখা যায়, তারা আবেদন করেছেন ২৩ মে। তবে প্রিজাইডিং কর্মকর্তা অভিযোগের প্রেক্ষিতে ভোটার তালিকা প্রদানের জন্য মাদ্রসা সুপারের সঙ্গে যোগযোগ করেন ২১ মে। আর প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য অনুযায়ী মাদরাসার সুপার ভোটার তালিকা প্রদান করেন ২৬ মে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। যদিও প্রিজাইডিং কর্মকর্তা ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই ভোটার তালিকা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা কোন রকম সরেজমিন তদন্ত না করে মনোনয়নপত্র দাখিলের সময় অতিবাহিত হওয়ার পর গত ২৮ মে অবৈধভাবে ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত করেন। যদিও স্থগিতপত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৬ এপ্রিল ২০২৪। যা বেআইনি, এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা ( গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) অধিশাখা ২০০৯ এর পরিপন্থী। তিনি আরো বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মে বিকেল ৪ টা পর্যন্ত প্রত্যেক পদের বিপরীতে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিধায় প্রিজাইডিং কর্মকর্তার উচিত ছিল বাছাইয়ের দিন ২৮ মে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় আমাদের নির্বাচিত ঘোষণা করার প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া। কিন্তু প্রিজাইডং কর্মকর্তা তা না করে কুচক্রী মহল দ্বারা অবৈধভাবে বাধ্য হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনী তফসিল স্থগিত করেন। প্রিজাইডিং অফিসার একটি মহলের ইন্দনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পায়তারা করে এডহক কমিটি গঠন করার সুযোগ করে দেওয়া যা মাদ্রসার শিক্ষার পরিবেশকে বিনষ্ট করবে। এ অবস্থায় মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা (গভর্নিং বডি ও ম্যাসেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ (সংশোধন ২০১২) অনুযায়ী মাদরাসার নির্বাচন এর জমাকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সকল কার্যক্রম শেষ করে করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে।

এদিকে সরজমিন ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৭২ জনের স্বাক্ষর দেয়া অভিযোগকারীর মধ্যে মাহাজন মিয়া ও সিরাজ মিয়াসহ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা স্বাক্ষর দেননি বলে স্বীকার করেন। তারা বলেন, অভিযোগে দেওয়া স্বাক্ষরের বিষয়ে তাদের কিছুই জানা নেই। তারা কোনো অভিযোগে স্বাক্ষর দেননি। তারা দ্রুত মাদরাসার নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

এ বিষয়ে অভিযোগকারী দাতা সদস্য মো. এলেম খান এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন ৭২ জনের স্বাক্ষরের মধ্যে কয়েকজনের স্বাক্ষর সঠিক নাও হতে পারে। অনেকে আবার ভয়েও স্বাক্ষরের বিষয়টি স্বীকার নাও করতে পারেন।

এ বিষয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য এই প্রতিবেদককে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়া যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে তদন্তশেষে পুণরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি প্রভাবশালীদের দ্বারা ম্যানেজের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ১০ বছর ধরে এখানে চাকরি করছি। আমি টাকা পয়সা খাইনা। আমাকে ম্যানেজ করা এত সহজ না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে।