ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ডেম্বেলে যাচ্ছেন, আসছেন নেইমার?

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় গিয়ে সেভাবে খাপ খাইয়ে নিতে পারেননি স্ট্রাইকার ওসমান ডেম্বেলে। তাকে ঘিরে বার্সার প্রত্যাশা মোটেও পূরণ হয়নি। আবার খেলোয়াড়টিও নিজের পারফরম্যান্স ও ক্লাবের দৃষ্টিভঙ্গিতে বিরক্ত। তাই বার্সার বোর্ডকে অনুরোধ করেছেন, যেন জানুয়ারির শীতকালীন দলবদলে তাকে বিক্রি করে দেয়া হয়। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন, ডেম্বেলেকে বিক্রি করে নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরাতে চায় বার্সা।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরো বা ১২০ মিলিয়ন ডলারে ডেম্বেলেকে কিনে নেয় বার্সেলোনা। তবে শুরুর দিকেই পড়েন হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে, যা তাকে মাঠের বাইরে ছিটকে দেয় কয়েক মাস। ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কিংবা তারকাখচিত বার্সা দলে তেমন সুযোগও মেলেনি। সব মিলিয়ে তিনি হতাশ। তাই চলে যেতে চান। শীতের দলবদল চালু হলেই তিনি অন্য কোথাও পাড়ি জমাতে চান।

গত মাসে গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ডেম্বেলেকে বিক্রি করে তহবিল বাড়াতে চায় বার্সেলোনা, যাতে তারা নেইমারকে সহজে কিনতে পারে। আর্নেস্তো ভালভার্দের দল নেইমারকে কেনার জন্য এখন ডেম্বেলেকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। নতুন বছরে ২৬ বছর বয়সী ব্রাজিলীয় সুপারস্টারকে উড়িয়ে আনা নিয়ে প্রাথমিক আলোচনাও নাকি সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে ডেম্বেলের সঙ্গে কিছু অর্থও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবকে দেয়ার প্রস্তাব করেছে কাতালান জায়ান্টরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও ডেম্বেলেকে কিনতে আগ্রহী। এক্ষেত্রে লিভারপুলই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। যদিও ডেম্বেলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লোপের পক্ষ থেকে তেমন জোরালো কোনো আগ্রহ পরিলক্ষিত হয়নি। বার্সাও জানিয়ে দিয়েছে, অ্যানফিল্ড থেকে তারা কোনো প্রস্তাব পায়নি।

কী এমন ঘটল যে ডেম্বেলেকে ছেড়ে দিচ্ছে বার্সা? গুজব রয়েছে, খেলোয়াড়টির আচরণ নিয়ে অসন্তুষ্ট বার্সার ম্যানেজমেন্ট। সম্প্রতি স্পেনের সংবাদমাধ্যম এএস জানায়, সারা রাত বন্ধুদের সঙ্গে ভিডিও গেমস খেলার কারণে পরদিন সকালে অনুশীলন সেশনে যোগ দিতে বিলম্ব হয় ডেম্বেলের। তার পেশাদারি আর খাদ্যাভ্যাসও কোচের পছন্দ নয়। যেমন শেফের রান্না করা মাছের স্বাস্থ্যকর খাবারের চেয়ে তার বরং পছন্দ ফাস্টফুড! কখনো কখনো নাকি মাছের খাবার ছুড়েও ফেলেছেন তিনি।

সম্প্রতি রিয়াল বেটিসের কাছে বার্সার ৩-৪ গোলে হারের ম্যাচে ডেম্বেলেকে স্কোয়াড থেকে বাদ দেন ভালভার্দে। ক্লাব অবশ্য শাস্তির অভিযোগ উড়িয়ে দিয়ে তার অসুস্থতাকেই কারণ হিসেবে দাবি করে।

ডেম্বেলের ফরাসি সতীর্থরা দুঃসময়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। গত   শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র ম্যাচে গোলও করেন তিনি। তবে এসবের কিছুই তার মনকে পরিবর্তন করতে পারেনি। তিনি চলে যেতে চান। কারণটাও দিবালোকের মতো স্পষ্ট। তাকে প্রায়ই খেলতে হয় লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও ফিলিপে কুতিনহোর ‘বিকল্প’ হিসেবে।

এখন ডেম্বেলের দলবদলের সঙ্গে নেইমারকে ফেরানোর বিষয়টিও বেশ সম্পর্কিত। ব্রাজিলীয় সেনসেশন ২০১৭ সালের গ্রীষ্মে দুনিয়া কাঁপানো ২২২ মিলিয়ন ইউরো ফিতে বার্সেলোনা থেকে নাম লেখান পিএসজিতে। ওই সময় বার্সার ইচ্ছার বিরুদ্ধেই তিনি ফরাসি ক্লাবটিতে নাম লেখান। নেইমার চেয়েছিলেন মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে। কিন্তু এক মৌসুম যেতে না যেতেই ভুল ভাঙে তার। পিএসজির হয়ে বড় কোনো শিরোপা জেতা কঠিন, এটা ভালো করেই বুঝতে পারছেন তিনি। আবার পার্ক দেস প্রিন্সেসেও নেইমারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ফরাসিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই দুই বছরের মধ্যেই ন্যু ক্যাম্পে ফিরে যেতে ব্যাকুল হয়ে উঠেছেন ব্রাজিল জাতীয় দলের তারকা।

নেইমারের ম্যানেজমেন্ট টিম এরই মধ্যে বার্সেলোনার কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এর ফলে কয়েক মাস আগেও যে দলবদলকে অসম্ভব বলে মনে হতো এখন সেটাই বাস্তবে ঘটতে পারে। সম্প্রতি বার্সার পরিচালক পেপ সেগুরাই নেইমারকে ফেরানোর সম্ভাবনার কথা জানান।

বার্সায় পুনরায় যোগ দিতে চাইলে আর্থিকভাবে কিছুটা ছাড় দিতে হবে নেইমারকে। পিএসজিতে খেলে এ মুহূর্তে বছরে পান ৪ কোটি ইউরো। কিন্তু এতটা বেশি বার্সা দিতে অপারগ। কেননা বর্তমান স্কোয়াডের বেতন দিতেই তারা হিমশিম খাচ্ছে। এ মুহূর্তে বেতনে বিশ্বের সব ক্রীড়া ক্লাবের মধ্যে বার্সাই শীর্ষে। মূল স্কোয়াডের প্রতি খেলোয়াড়ের জন্য চলতি মৌসুমে কাতালানদের গড় বেতন দিতে হবে ১ কোটি পাউন্ডের বেশি। এর ওপর নেইমারের জন্য বছরে আরো ৪ কোটি ইউরো দেয়া তাদের জন্য কঠিনতম হয়ে উঠবে।

আবার বার্সার সঙ্গে নেইমারের আইনি লড়াই এখনো চলমান। ২৬ মিলিয়ন ইউরো বকেয়া বেতন আর ৩০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাসের দাবিতে নেইমারের পক্ষে মামলা করেছিলেন তার আইনজীবী। এ নিয়ে বার্সার এক পরিচালক বলেন, ‘যদি আইনি লড়াই চলতে থাকে, তবে নেইমারের প্রত্যাবর্তন অসম্ভব হবে।’ দুই পক্ষই যদি নেইমারের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়, তবে এখন বিবাদ শেষ করে আইনজীবীদের বিশ্রামে পাঠাতে হবে।

তবে পিএসজি যে আশা নিয়ে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় দলভুক্ত করেছিল, তা মোটেও পূরণ হয়নি। তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ছিল ক্লাবটির। এ মুহূর্তে নেইমারকে ছিনিয়ে আনলে বার্সার সঙ্গে যুদ্ধ বেধে যাবে পিএসজির। এটা এড়াতে হলে নেইমারকে প্রকাশ্যে বিবৃতিতে বলতে হবে, তিনি পিএসজিতে সুখী নন। এমনটি ঘটলে দুই পক্ষ আলোচনার টেবিলে বসতে পারে এবং তাতে দলবদলও অসম্ভব হবে না।

নেইমার ভালো করেই জানেন ন্যু ক্যাম্পে নাম লেখাতে চাইলে তাকে কী করতে হবে। বার্সেলোনার পক্ষ থেকে সব শর্ত নেইমার ও তার টিমকে জানিয়ে দেয়া হয়েছে। তিনি সত্যিকার অর্থেই বার্সেলোনায় যোগ দিতে ইচ্ছুক কিনা, তা বুঝিয়ে দিতে হবে। তিনি যদি শর্ত পূরণ করতে না পারেন, তবে বার্সার দিক থেকে সমীকরণ সহজ— ব্যয়বহুল এ তারকার আর কোনো আবেগঘন প্রত্যাবর্তন নয়।