ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তারেক মাসুদের ৬২তম জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

তারেক মাসুদের ডুডল দ্বিতীয় বাঙালি ব্যক্তি ও প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী দেখানো হচ্ছে

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন (৬ ডিসেম্বর) উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে নতুন একটি ডুডল তৈরি করেছে।

তারেক মাসুদের ডুডল দ্বিতীয় বাঙালি ব্যক্তি ও প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী দেখানো হচ্ছে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত এই নির্মাতাকে স্মরণ করে শ্রদ্ধা জানালো গুগল।

বৃহস্পতিবার গুগল ডুডলে একটি পাখির ছবি দেয়া হয়েছে। হাত দিয়ে ধরে থাকা ‘মাটির পাখির’ ছবি। তারেক মাসুদের অস্কারে স্থান পাওয়া ‘মাটির ময়না’ চলচ্চিত্রের স্মরণে এই ডুডলটি বানানো হয়েছে।

মাটির ময়না (দ্যা ক্লে বার্ড) ২০০২ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশি ফিচার চলচ্চিত্র।

গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেখতে পাওয়া গুগলের সাময়িক লোগো। বিশেষ দিন, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের বিখ্যাত ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে বানানো হয় এই ডুডল।

 

আজ গুগল তার ডুডলে লিখেছে, ‘অস্কারে অংশ নেয়া এবং কান উৎসবে সম্মানিত হওয়া প্রথম বাংলাদেশি পরিচালক তারেক মাসুদ দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণে অনবদ্য ভূমিকা রেখেছিলেন।’

এদিকে গুগলকে ধন্যবাদ জানিয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয় যে, গুগল তারেক মাসুদকে শ্রদ্ধা জানাচ্ছে। তারেক মাসুদ ছিলেন দূরদর্শী, বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন এবং তরুণদের জন্য অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ করলেও, তার কাজের মাধ্যমে বিশ্বব্যাপী সহনশীলতা, সমবেদনা এবং ন্যায়বিচার সার্বজনীন চিত্র প্রকাশিত হয়েছে।’

১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যু হয় তারেক মাসুদ, মিশুক মনিরসহ আরও তিনজনের।

১৯৯১ সালে ‘আদম সুরত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তারেক মাসুদ। বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন তারেক মাসুদ। নির্মাণ করেছেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে, নরসুন্দরের মতো অসাধারণ কিছু সিনেমা।

জনপ্রিয় এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। শৈশবে মাদ্রাসা পড়ার সময় নিজের অভিজ্ঞতার ওপর এটি নির্মাণ করেন তারেক। মাটির ময়না ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার জয় করে। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিপ্রাপ্ত পায় চলচ্চিত্রটি।