ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তিন ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ রান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

একাদশে চার ওপেনার নিয়ে যেমনটা এক্সপেরিমেন্ট করছে বাংলাদেশ তেমনটা হয়তো ওয়েস্ট ইন্ডিজও! সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত, অতঃপর হার। আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং। আজকের এক্সপেরিমেন্টের ফল কি আসে সেটা ম্যাচ শেষ পর্যন্ত তোলা থাক।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের জন্য বিশেষ একটা দিন ১১ ডিসেম্বর। একসঙ্গে পাঁচ সেরার এক’শ তম ম্যাচ। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন। এমন দিনটা রাঙিয়ে দিতে পারে এবার দলের জয়।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই নম্বর উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই অস্বস্তিতে পড়তে হয় স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলের সময় ওশানে থমাসের বলে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে লিটন দাসকে যেতে হয় হাসপাতালে।

লিটনের অনুপস্থিতিতে তামিমের সঙ্গী হোন ইমরুল কায়েস। থমাসের বলে শূন্য রানেই ফিরতে হয় কায়েসকে।
এরপর ১১১ রানের জুটিতে ধাক্কা সামাল দেন তামিম-মুশফিক। তামিম করেন বরাবর ৫০ রান। তাতে তিন ফরম্যাটে মিলে ছুঁয়ে ফেলেন ১২ হাজার রান!
তামিমের বিদায়ের কিছুক্ষণ পরেই বিদায় নেন মুশফিক। থমাসের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৬২ রান করে।

দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর সাকিব-রিয়াদ মিলে গড়েন ৬১ রানের জুটি।
রিয়াদ ৩০ রান করে ফেরেন। সৌম্য তার ওপেনিং ছেড়ে খেলেছেন সাত নম্বরে। তাতে কাজের কাজ হয়নি কিছুই। ৮ বল খেলে আউট হয়েছেন মাত্র ৬ রান করে। মাঝে লিটন ব্যাট হাতে ফিরলেও সুবিধা করতে পারেননি ১৪ বলে ৮ রান করে আউট হন।

সাকিব পেয়ে যান ক্যারিয়ারের ৪০তম ওয়ানডে ফিফটি। খেলেন ৬২ বলে ৬৫ রানের ইনিংস।
শেষদিকে মাশরাফি মুর্তজার ১১ বলে ৬ আর মেহেদী হাসান মিরাজের ১০ বলে ১০ রানে ৫০ ওভার শেষে সংগ্রহ হয় ৭ উইকেটে ২৫৫ রান।
ক্যারিবীয়দের হয়ে থমাস নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন কেমার রোচ, কেমো পল আর রোস্টন চেজ ও রোভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজ
শাই হোপ (উইকেটরক্ষক), চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল, ওশানে থমাস।

বাংলাদেশ
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।