ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দুই মাস পর চালু হল দ্বিতীয় সাবমেরিন কেবল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

মেরামত শেষে দুই মাস আট দিন পর দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই ৫ চালু হয়েছে। শুক্রবার সকাল থেকে কুয়াকাটা হয়ে বাংলাদেশে যুক্ত হওয়া সেই কেবল দিয়ে ডেটা সরবরাহ শুরু হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান।

তিনি বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিমিউই-৫ কেবলটি মেরামত শেষে শুক্রবার সকাল থেকে পুরোদমে কার্যকর হয়েছে। সব মিলিয়ে দুই মাসের বেশি সময় লাগল এটি কার্যকর করতে।

বাংলাদেশের দ্বিতীয় এ সাবমেরিন কেবল কাটা পড়েছিল গত ২০ এপ্রিল রাতে। সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এটি।

এতে ওই কেবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুরের মধ্যেকার সব ডেটার আদান প্রদান বন্ধ ছিল দুই মাস ধরে। তখন দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই- ৪ এবং অন্যান্য বিকল্প দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হয়। তবে এতে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়।
সাবমেরিন কেবলটি বিচ্ছিন্ন হওয়ার পর বিএসসিপিএলসি থেকে বলা হয়েছিল, ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় কাজ করতে গেলে অনেক বেশি আমলাতান্ত্রিক জটিলতা পার হয়ে যেতে হয়। যার কারণে এক মাসের মতো সময় লাগতে পারে। সেই একমাস শেষ পর্যন্ত দুই মাস আটদিনে গিয়ে ঠেকল।

বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ আসে মূলত গভীর সমুদ্রের মধ্য দিয়ে আসা দুটো সাবমেরিন কেবলের মাধ্যমে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। দ্বিতীয় সাবমেরিন কেবল ঢুকেছে কুয়াকাটা হয়ে।