ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেবীদ্বারে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ’র ত্রিবার্ষিক সম্মেলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

বাংলাদেশ- পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও নির্বাচনের পর সংহিংসতায় ধর্শীয় সংখ্যালঘুদের উপর হামলা- ভাংচুর হয়না। শুক্রবার বিকেলে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দেবীদ্বার উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের অধিবাসী হয়েও সংখ্যালঘুর অভিযোগে সংসদ নির্বাচন এমনকি গুরুত্বপূর্ণ সরকারী কোন পদে চাকরি পাইনা, আমরা আমাদের পৈত্রিক ভিটে মাটিতে অবস্থান করেও শত্রু সম্পত্তির অভিযোগে ভূমিহীন গৃহহীন হতে হচ্ছে। প্রতিটি সরকার ভোট এলে আমাদের নানা সুযোগ সুবিধা ও অধিকার সংরক্ষনের আশ্বাস দিলেও নির্বাচনের পর তা বেমালুম ভুলে যায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে স্বীকৃত হলেও প্রতিটি ক্ষমতাসীন দলের সাম্প্রদায়িক রোষানল থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতন, জুলুম অত্যাচার, উচ্ছেদ, জবরদখল এমনকি নারীদের সম্ভ্রম কেড়ে নেয়া থেকে রেহাই পায়নি।

 

সম্মেলনে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা নারায়ন চন্দ্র ভ্রম্য’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের মহান অতিথি ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোঃ ফখরুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি চন্দন কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল’র সহকারী সিনিয়র এ,এস,পি শেখ মোহাম্মদ সেলিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ভৌমিক, কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বক্সী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা আ’লীগ’র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা নেতা অধ্যাপক তাপস কুমার বক্সি, অধ্যাপক দিলীপ কুমার মজুমদার, অনিল চক্রবর্ত্তী, এডভোকেট তাপস কুমার সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লব কুমার পাল, বিকাশ কুমার দাস, তপন কুমার সাহা, তাপস কুমার বৈদ্য, সুমন কুমার সাহা মিশন, নেপাল চন্দ্র রায় প্রমূখ।
সম্মেলন চলাকালে অনুষ্ঠানের মহান অতিথি ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোঃ ফখরুল উপস্থিত না হতে পারলেও মোবাইল ফোনে শুভেচ্ছা-অভিনন্দন সহ নানা বিষয়ে নাতীদির্ঘ বক্তব্য প্রদান করেন।