ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নাঙ্গলকোটে স্বাস্থ্য সহকারীর বাসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও তার স্ত্রীর হাতে অপচিকিৎসার শিকার হয়ে এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রসূতি রুমা আক্তার (২২) একই ইউনিয়নের মোগরা গ্রামের হত দরিদ্র তাজুল ইসলামের মেয়ে। জানা গেছে, চলতি মাসে বান্দরবান থেকে বদলি হয়ে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদান করে চিওড়া গ্রামের কৃষক শাহ্ জাহানের ছেলে সাইফুল ইসলাম। তার স্ত্রী শাহেদা আক্তার পারভীন নরমাল ডেলিভারী স্পেশালিষ্ট।

তবে গাইনী বিষয়ে তার কোন ডিগ্রী নেই বলে জানা গেছে। স্থানীয় ঢালুয়া বাজারের ব্রাদার্স মার্কেটে তার মালিকানায় মিয়াজী মেডিকেল হল নামে একটি ফার্মেসী রয়েছে। সেখানে রোগী প্রতি চিকিৎসা ফি ১০০ টাকার বিনিময়ে ডা. মো. সাইফুল ইসলাম মিয়াজীর পরিচয়ে চিকিৎসা সেবা দেন তিনি। এদিকে, নিজ ঘরের সামনে প্রসূতি মায়েদের বাণিজ্যিকভাবে প্রসব সেবা দেওয়ার জন্য একটি কক্ষও তৈরী করেন তিনি। স্থানীয়রা সেটিকে ডেলিভারী ক্লিনিক নামেই চেনে। সেখানে তার স্ত্রী শাহেদা আক্তার পারভীন প্রসূতি মেয়েদের প্রসব ও বৈধ-অবৈধ গর্ভপাত করান। নিজেকে ডাক্তার ও স্ত্রীকে ডেলিভারী স্পেশালিষ্ট পরিচয় দিয়ে নিজের বাড়ীতেই প্রসূতিদের প্রসব এবং বৈধ ও অবৈধ গর্ভপাত করানোসহ নানা অপকর্ম চালালেও এলাকায় বর্তমানে প্রভাবশালী হওয়ার কারনে কেউ মুখ খুলতে সাহস করেনি। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সন্তানের জননী রুমা আক্তার প্রসব ব্যাথা নিয়ে ঢালুয়া বাজারস্থ সাইফুলের মিয়াজী ফার্মেসীতে গত শুক্রবার (২৩ নভেম্বর) আসে। এরপর তিনি তার স্ত্রীকে দিয়ে নরমাল ডেলিভারী করাবে বলে বাড়ীতে পাঠিয়ে দেয়। সেখানে পরদিন শনিবার (২৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জোর জবরদস্তি প্রসবের চেষ্টা করা হয়। এ সময় ইনজেকশন ও স্যালাইন পুশ করার একপর্যায়ে সন্তান সমেত ওই নারী মারা যায়। তখন হুড়োহুড়ো করে একটি গাড়ী ডেকে তাকে সরকারী হাসপাতালে নেয়ার কথা বলে রওয়ানা দেয় সাইফুল। পথিমধ্যে মিয়ার বাজার নামক স্থানে গিয়ে সে বলে রোগী (রুমা আক্তার) মারা গেছে বাড়ীতে নিয়ে চলেন। এরপর মৃতের পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে তড়িগড়ি করে রুমার দাফনের ব্যবস্থা করেন।

এছাড়াও সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন সময় ডাক্তার নামে অপচিকিৎসা ও ফার্মেসীতে সরকারী টিটেনাস ইনজেকশনসহ অন্যান্য সরকারী ঔষধ বিক্রির অভিযোগ রয়েছে। এ বিষয়ে রুমার পিতা তাজুল ইসলাম বলেন, আমার মেয়ের হায়াৎ নেই তাই মারা গেছে। আমি কারো দোষ দিব না। আমরা গরীব মানুষ আমাদের ভাগ্যেরই দোষ। তার মেয়ে অপচিকিৎসার শিকার কিনা জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। অভিযুক্ত সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, আমার বাড়ীতে দুই দিন ধরে রুমা আক্তারের চিকিৎসা চালানোর কথা ঠিক নয়। তবে ওই নারী প্রসব ব্যাথা নিয়ে আমার স্ত্রীর কাছে আসে, তখন আমি তাকে স্যালাইন ও ইনজেকশন দেই। এরপর ডেলিভারী হতে বিলম্ব হওয়ায় তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই। কিন্তু পথিমধ্যে সে মারা যায়। স্ত্রীকে দিয়ে বাড়ীতে ডেলিভারী করানো ও নিজের নামের আগে ডা. লিখা এবং শিক্ষা সনদের সাথে অসামঞ্জস্য নাম রেখে রোগীদের চিকিৎসাপত্র দেয়া অবৈধ বা প্রতারণা কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ডিপ্লোমাধারী, অতএব ডাক্তার লিখতে পারবো। আমার স্ত্রীও ডিপ্লোমাধারী, সে ডেলিভারী করালে সমস্যা কি? উল্টো প্রশ্ন করেন তিনি। জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. মাহবুবুল করিম বলেন, আপনার কাছ থেকে বিষয়টি মাত্রই জানলাম। তবে বাড়ীতে প্রসব সেবা দেয়া অবৈধ। এ রকমটা হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমি এখনই সেখানকার (নাঙ্গলকোট উপজেলা) দায়িত্বরত কর্মকর্তাকে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলে দিচ্ছি। এ ব্যাপারে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নামের আগে ডা. লিখার কোন নিয়ম নেই। তবে এ নিয়ে মহামান্য হাইকোর্টে চলমান থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাচ্ছেনা। তাছাড়া প্রাতিষ্ঠানিক প্রসব সেবার বাইরে সব ধরনের প্রসব সেবা অবৈধ। এ রকম কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।