ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনী বাণিজ্যে ঝুঁকিতে জাপা, ভোটে দুই দলকে চ্যালেঞ্জ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

‘জোট-মহাজোট বুঝি না আমরা উন্মুক্ত নির্বাচন চাই। মহাজোটে ২০ বা ৫৮ আসন ছাড়া বাকীগুলোতে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ চাই। রাজনীতি না করে অর্থ বাণিজ্যের নির্বাচন করায় জাতীয় পার্টি (জাপা) আজ ধ্বংসের মুখে।’

৩শ আসনে নির্বাচনে অংশ নিতে না পারা ক্ষুব্ধ জাপা নেতাকর্মীরা এভাবেই নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন। নির্বাচনে অংশ নিতে না পারা অনেক নেতার দাবি, জয়-পরাজয় বিষয় না। জাপাকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনের মাঠে থাকা জরুরি। তা না হলে পার্টির নেতাকর্মীরা নিষ্কৃয় হয়ে পড়বে। অস্তিত্ব সংকটে পড়বে দলটি।

এমনিতেই বিভিন্ন কারণে বার বার মেধাবী নেতাদের পার্টি থেকে নিষ্কৃয় করায় সারাদেশে দুর্বল হয়ে পড়ছে জাপা। এসব নেতারা মনে করছেন, এ বি এম রুহুল আমিন হাওলাদারকে নিষ্কৃয় করায় জাপা এখন রংপুরের আঞ্চলিক দলে পরিণত হয়েছে। ক্ষুব্ধ এই নেতাদের অনেকে মনে করছেন, হাওলাদারের পতনে বরিশাল বিভাগ থেকে হারিয়ে যেতে পারে জাপা।

উন্মুক্ত নির্বাচনে অংশ নিতে আগ্রহী কয়েকজন হলেন আলমগীর কবীর, জহিরুল আলম রুবেল, ফজলে এলাহী সোহাগ মিঞা, মোস্তাকুর রহমান মোস্তাক, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফিক। এরা সবাই কেন্দ্রীয় ও তৃণমূল রাজনীতিতে সক্রিয়।

নরসিংদী-৩ আসনের মনোনয়ন বঞ্চিত জেলা জাপার ভাইস প্রেসিডেন্ট আলমগীর কবীর বলেন, আমরা বংশ পরম্পরায় জাপাকে আগলে রেখেছি। জনগণ আমাকে এমপি হিসেবে চায়। সমঝোতার বাইরে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে চ্যালেঞ্জ দিচ্ছি, আমিই নির্বাচিত হবো।

নোয়াখালী-৩ আসনে মনোনয়ন বঞ্চিত ফজলে এলাহী সোহাগ মিঞা বলেন, আমার এলাকায় ৪ বছরের পরিশ্রমে অস্তিত্ব সংকটে থাকা জাপাকে দাঁড় করিয়েছি। পার্টিকে তুলে ধরতে ব্যবসা, সংসারের ঊর্ধ্বে জনগণের পাশে থেকে সমাজ সেবা করেছি। অথচ সেখানে কর্মীরা এখন হতাশ। নির্বাচনে অংশ না নিলে, এলাকায় পার্টির অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে।

 

1.নির্বাচনী বাণিজ্যে ঝুঁকিতে জাপা, ভোটে দুই দলকে চ্যালেঞ্জ

জাতীয় মোটর শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, জাপার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা-১৪ আসনে বঞ্চিত প্রার্থী মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, অর্থের নির্বাচন নয়, চাই সুষ্ঠু নির্বাচন। নিজস্ব গতি থাকতে অন্যের ঘরের ঘরণী বানিয়ে রাখলে পার্টি বাঁচে না। ৩শ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করলে জাপার সর্বস্তরের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন।

মৌলভীবাজার-১ আসনে বঞ্চিত প্রার্থী আহমেদ রিয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, জাপা এখন রংপুরের আঞ্চলিক দল। সারাদেশে নির্বাচন না করে অন্যের সংসারে থেকে ভাগে নির্বাচন করলে নিজের বলে কিছু থাকে না। আমার আসনে আওয়ামী লীগ-বিএনপি যেই নির্বাচনে আসুক, আমার সঙ্গে চ্যালেঞ্জে টিকবে না। অথচ সেই নিশ্চিত আসন ছেড়ে দিয়ে এসেছে আমার। এর চেয়ে বেশি কিছুই বলতে চাই না।