ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

প্রাকৃতিক সৌর্ন্দযে ভরপুর তাহিরপুর

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

বিপুল সম্ভাবনা আর প্রাকৃতিক সৌর্ন্দযের ডালা সাজিয়ে আছে বাংলাদেশের উত্তর-পূর্ব দিগন্তে অবস্থিত ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়।

দেশের এ প্রান্তিক জনপদে বিধাতা যেন প্রকৃতি-অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্পদ, সম্ভাবনা আর অপরুপ নৈসর্গিক সৌন্দর্য্য। নীল আকাশে সাদা মেঘের খেলা। কখনো জমাট আবার কখনো হালকা বাতাশে দলছুট হয়ে পাগলা ঘোড়ার মত উত্তরে দাঁড়ানো আকাশে ছোঁয়া বিশাল মেঘালয়ের খাসিয়া পাহাড়ে গিয়ে আছঁড়ে পড়ে।

আর তারই দৃশ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত যাদুকাটা নদীর প্রান্তে ফুটে উঠে তখন যে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীমান্ত নদী যাদুকাটার যেন কোন রুপের শেষ নেই। এই রুপে মুগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত হাজার হাজার দর্শনাথী ও পর্যটকগণ। দিন যতই যাচ্ছে, বাড়ছে যাদুকাটা নদীর প্রতি সৌন্দর্য পিপাসু পর্যটকের সংখ্যা।

জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ২টি ইউপির মধ্যে এ যাদুকাটা নদী। ভারতীয় মেঘালয়ের বুক চিরে বয়ে আসা এই পাহাড়ি নদী সংলগ্ন রয়েছে শাহ আরেফিন আউলিয়ার আস্তানা, হিন্দু সম্প্রদায়ের পণতীর্থ ও ৭ শত ফুট উচ্চতা সম্পন্ন বারেকটিলার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য।

এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকেও এসে ভিড় করছে শত শত সৌন্দর্য পিপাসু পর্যটক। যাদুকাটা নদী রুপের নদী, সম্পদের নদী, শ্রমের ও সমৃদ্ধির নদী। সৌন্দর্যের ১৬ কলাই পরিপূর্ণ এক লীলাভূমি যাদুকাটা।

ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের বুক চিরে পাহারি ঝর্নার পানি মিলিত হয়েছে সীমান্ত নদী যাদুকাটায়। এ যাদুকাটা নদী ২৩ কিলোমিটার দৈঘ্য হওয়ায় উপজেলার সব চেয়ে বড় নদী।

এ নদীতে সকাল থেকেই শুরু করে সন্ধ্যা পর্যন্ত বছরের ১২ মাসেই ২০ হাজারের বেশি পাথর শ্রমিক পরিবার জীবিকার তাগিদে নদী থেকে বালু, পাথর, নুড়ি পাথর তুলছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি ও যুবলীগ সভাপতি সেলিম হায়দার, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উত্তর বড়দল ইউপির যুবলীগ সভাপতি মাসুক মিয়া, ছাত্রলীগ নেতা রাহাদ হায়দারসহ স্থানীয়রা বলেন, এ নদী থেকে আরোহিত বালু, পাথর ও নুড়ি পাথর দেশের বিভিন্ন স্থানের প্রয়োজনীয় উপকরন যোগায়। বর্ষায় পাহাড়ি নদী যাদুকাটার বুকে জলের স্রোতের ধারা আর হেমন্তে শুকিয়ে যাওয়ায় যাদুকাটার বুকে দেখা যায় ধু ধু বালুচর এ যেন আরবের কোন এক মরুভূমি।

ভারতের সারি সারি উঁচু নিচু মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ও বারেক টিলার বুকে ঘন সবুজের সমারোহ যাদুকাটায় বেড়াতে আসা পযটকদের আরও আকর্ষণ বাড়িয়ে দেয়। পাহাড়ে বসবাসকারী গারো সম্প্রদায়দের আধো আধো বাংলা কথা বলার চেষ্টা বেশ আনন্দ পায় বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা।

যাদুকাটা নদীর বুকে তারা কখনো ইঞ্জিন চালিত নৌকা ও ডিঙ্গি নৌকা, কখনো তীর ঘেষা সড়ক দিয়ে পায়ে হেঁটে যাদুকাটার সৌন্দর্য উপভোগ করে।

যাদুকাট নদী, বারেক টিলায় বেড়াতে আসা শিক্ষার্থী সাজিদুর রহমান, শাকিল, রিয়াদ, রুদ্রসহ অনেকেই বলেন, এ অপরুপ সৌন্দর্যের রুপের রানী যাদুকাটার তুলনা হয় না। এত সুন্দর পাহাড়ি নদীর সম্মিলন খুব একটা দেখা যায় না। হেমন্তে গায়ের বধুরা বালুচর পাড়ি দিয়ে যাদুকাটার স্বচ্ছ পানিতে গোসল করে ফেরার পথে বেঁজা গায়ে কলসি কাখে বাড়ি ফেরার সময় রেখে যায় তাদের ভেঁজা পায়ের পদ চিহ্ন। এ যেন কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, টাংগুয়ার হাওর, টেকেরঘাট, বারেকটিলা ও যাদুকাটা নদীতে দেশ-বিদেশের পর্যটক সারা বছরেই বেড়াতে আসেন। এখানে একটি সরকারি বা বেসরকারি উদ্যোগে ইকোটুরিজম স্থাপন করা হলে সরকারের যেমন রাজস্ব আয় হবে তেমনি এ এলাকার স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ যাওয়ার জন্য বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। এছাড়াও ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা মোটরসাইকেল অথবা লাইটেস দিয়ে লাউড়ের গড়-যাদুকাটা নদী।

সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল জন প্রতি ১ শত টাকা, দু’জনে ২ শত টাকা। সিএনজি জন প্রতি ১ শত টাকা, ৫ জনে ৫ শত টাকা।