ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে রোগীর প্রেসক্রিপশন ধরতে মানা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

ফেনীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলাসহ অন্যান্য অসস্থিকর পরিস্থিতির নিরসনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার সকল ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেনী সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার।

ফেনী সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন বলেন, কোনোভাবে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হয় এমন কর্মকাণ্ড করা যাবে না। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলছেন, এতে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হয়। এটা আমরা এলাও করবো না। হাসপাতালগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হবে। ওই নির্দিষ্ট সময়ে ভিজিট করবেন। আরএসএম ফোরামকে সিদ্ধান্তগুলো জানিয়ে দুই দিন সময় দেয়া হয়েছে। তারা সময় ঠিক করে আমাদের জানাবে। সপ্তাহে নির্ধারিত একদিন বা দুদিন  দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতাল ভিজিট করতে পারবেন। 

ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলছেন তাতে রোগী ও চিকিৎসকের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এটা কোন প্রকারে করা যাবে না। বিষয়টি ওষুধ কোম্পানির মালিকদের জানিয়ে আরএসএম প্রতিনিধিরা সিদ্ধান্তে আসার জন্য জানানো হয়েছে। হাসপাতাল, ক্লিনিকের সামনে যত্রতত্র মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া সময়ে হাসপাতাল ভিজিট করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল খায়ের মিয়াজী।

সভায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, সাধারন সম্পাদক আবু যুবায়ের মুন্না, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি আবদুল কুদ্দুস সুমন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন, ফেনী জেলা রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির নের্তৃবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানির রিজিওনাল প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।