ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাঁচা-মরার লড়াইয়ে অনিশ্চিত নেইমার-এমবাপ্পে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

নেইমার ২২২। কিলিয়ান এমবাপ্পে ১৮০। এ দুজনকে কিনতে প্যারিস সেন্ত জার্মেইর খরচ ৪০০ মিলিয়ন ইউরো! ফ্রেঞ্চ লিগ জয়ের জন্য নিশ্চয়ই তাঁদের কেনা হয়নি। লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ। অথচ ওই প্রতিযোগিতার গ্রুপ পর্বে বিব্রতকর বিদায়ের সামনে দাঁড়িয়ে আজ সেই নেইমার-এমবাপ্পের খেলা নিয়েই কিনা সংশয়!

কাতারি পেট্রোডলারে চ্যাম্পিয়নস লিগটাই পিএসজি ‘কিনতে’ চেয়েছে বরাবর। কিন্তু হোঁচট খেয়েছে বারবার। নক আউট পর্বে গিয়ে ওই বিদায়ও অগ্রহণযোগ্য। লঁরা ব্ল, উনাই এমেরিরা তা বুঝেছেন চাকরি খুইয়ে। এ মৌসুমের শুরুতে দায়িত্ব দেওয়া থমাস টুশেলের অবস্থাও বড্ড সঙ্গিন। ঘরোয়া লিগে যথারীতি উড়ছে পিএসজি, লিগের ১৪ ম্যাচের ১৪টিতেই জয়। কিন্তু চ্যাম্পিয়নস লিগে যে ভীষণ বিবর্ণ। এতটাই যে আজ লিভারপুলের কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যেতে হতে পারে।

এমন ম্যাচে ইনজুরির মাত্রা ভয়াবহ না হলে কী আর নেইমার-এমবাপ্পেরা বসে থাকবেন!

চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপে চার ম্যাচে সমান ৬ পয়েন্ট নাপোলি ও লিভারপুলের। ১ পয়েন্ট পেছনে পিএসজি, আরো ১ পয়েন্ট পেছনে রেড স্টার বেলগ্রেড। আজ ঘরের মাঠে যদি লিভারপুলের কাছে হেরে যায় পিএসজি এবং নিজেদের মাঠে নাপোলি হারায় রেড স্টার বেলগ্রেডকে, তাহলে? নাপোলি-লিভারপুলের পয়েন্ট হবে ৯; আর ৫ পয়েন্টেই পড়ে থাকবে পিএসজি। অর্থাৎ তখন গ্রুপের শেষ ম্যাচে জিতলেও গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে নক আউট পর্বে যেতে পারবে না তারা।

সেই অকল্পনীয় ব্যর্থতার চিন্তা তাই কিছুতেই করছে না পিএসজি। হোক না প্রতিপক্ষ গেলবারের ফাইনালিস্ট, তবু সেই লিভারপুলকে হারিয়ে কক্ষপথে ফেরার মিশন টুশেলের দলের।

নেইমার-এমবাপ্পে ইনজুরিতে পড়েন ব্রাজিল-ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে। সেই কারণে সপ্তাহান্তে তুলুসের বিপক্ষে পিএসজির ম্যাচের একাদশে ছিলেন না। লিভারপুরের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাঁদের না পাওয়াটা অচিন্তনীয় পিএসজির কাছে। কোচ টুশেলের কণ্ঠে তাই তুলুসের বিপক্ষে জয়ের পর ছিল আশাবাদ, ‘ওদের ফিটনেস বাড়ছে প্রতিদিনই। আর বুধবারের আগে তো বেশ কিছুটা সময় আছে এখনো। এটি আমাদের জন্য ভালো ব্যাপার। আমি আশা করছি, নেইমার-এমবাপ্পে দুজনই খেলতে পারবে।’ মৌসুমে ১৩টি করে গোল করা এই দুই ফরোয়ার্ডের ফিটনেসের দিকে তাই খুব করে তাকিয়ে আছে পিএসজি। আর ক্লাব অধিনায়ক থিয়াগো সিলভা তাকিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের দিকে, ‘লিভারপুলকে হারাতে হলে আমাদের খুব ভালো খেলতে হবে। গড়পড়তা খেলে ওদের মতো দলকে হারানো যাবে না। আমাদের খুব খুব ভালো খেলা দরকার। প্রস্তুতিটা হতে হবে যথাযথ। কেননা এটি আমাদের জন্য টিকে থাকার লড়াই।’

মৃত্যুকূপের এই গ্রুপে নিরাপদ নয় কেউ। পিএসজি যেমন চার ম্যাচের মধ্যে লিভারপুলের কাছে অ্যানফিল্ডে হেরে আসে; দুটো ড্র নাপোলির বিপক্ষে। একমাত্র জয় তাদের রেড স্টারের বিপক্ষে। লিভারপুল দুই ম্যাচ জিতলেও হেরে গেছে সমসংখ্যক খেলা। বিশেষত রেড স্টার বেলগ্রেডের কাছে হারটি ছিল অবিশ্বাস্য। বেলগ্রেডের সেই ম্যাচের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে প্রশ্ন ছিল, কোন ভুলের দিকে আঙুল তুলবেন? তাঁর জবাব, ‘আমার হাতের আঙুল তো মোটে ১০টি’। এই অধারাবাহিক লিভারপুলের জন্য তাই আজ পার্ক দেস প্রিন্সেসের দ্বৈরথটি কম বড় চ্যালেঞ্জ না। বিশেষত কাতারি মালিকানাধীন সময়ের সাত বছরে যখন পিএসজির মাঠে গিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোনো দল জয় নিয়ে ফিরতে পারেনি। গ্রুপের অন্য ম্যাচে এমন রোমাঞ্চের হাতাছানি নেই হয়তো। তবে তাতে রেড স্টারকে হারিয়ে শুধু নিজেদের কাজটুকু এগিয়ে রাখতে পারে নাপোলি।

‘গ্রুপ অব ডেথ’ তকমায় গ্রুপ ‘সি’র প্রতিদ্বন্দ্বী ছিল গ্রুপ ‘বি’। তবে চার রাউন্ড শেষে সেখানে অত রোমাঞ্চ অবশিষ্ট নেই। ১০ পয়েন্ট নিয়ে নক আউট পর্ব এরই মধ্যে নিশ্চিত করেছে বার্সেলোনা। ৭ পয়েন্টের ইন্টার মিলান ও ৪ পয়েন্টের টটেনহাম হটস্পার লড়ছে দ্বিতীয় দল হওয়ার জন্য। আজ ওয়েম্বলিতে মুখোমুখি হবে দল দুটি। আর পিএসভি আইন্দহফেনের মাঠে গিয়ে খেলবেন লিওনেল মেসিরা। ইনজুরির কারণেই লুইস সুয়ারেস, আর্তুর, রাফিনহা, সের্হি রবের্তোরা অবশ্য থাকছেন না। তবে ইনজুরি কাটিয়ে ফিলিপে কৌতিনিয়ো ও ইভান রাকিটিচের প্রত্যাবর্তনের প্রবল সম্ভাবনা।