ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

আগামীর পৃথিবী কেমন হবে, এ নিয়ে চলছে তোড়জোড় গবেষণা। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন প্রযুক্তি। মানুষের জানার আগ্রহেরও শেষ নেই। কেমন হতে পারে আগামী দশকের প্রযুক্তির চেহারা আর সেটার সাহায্যে কী ধরণের পরিবর্তন নেমে আসতে পারে পৃথিবীতে, তা নিয়েই আমাদের আজকের আলোচনা-

 

1.বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

রোবট ফার্মাসিস্ট

হিউম্যান রোবট সোফিয়া নিয়ে চলতি বছরের বেশ কিছুদিন সরব ছিলো পুরো বিশ্ব। তাছাড়া ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেছে রোবট, এটা নিয়েও আলোচনার কমতি ছিলো না। সম্প্রতি কয়েকজন গবেষক ধারণা করেছেন, আনুমানিক ২০২১ সালের মধ্যে রোবট ফার্মাসিস্ট হিসেবে ও কাজ করবে।

একজন ফার্মাসিস্টের ৫/৬ বছরের ট্রেনিং/কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি নিশ্চিত করেন আপনি সঠিক ঔষধ সঠিক মাত্রায় পাচ্ছেন কি না! কিন্তু এখন গবেষকরা ধারণা করছেন যে, একজন মানু্ষের যে কাজ করতে চার/পাঁচ বছরের জ্ঞান খাটাতে হয়, একটা রোবট নিমিষেই সে কাজ করে দিতে পারে।

তাছাড়া ২০১৬ সালের শেষের দিকে প্রফেসর ডেনিয়েল রুস এবং তার দল একটি রোবট ডিজাইন করেন। যা চৌম্বকক্ষেত্র নিয়ন্ত্রণের মাধ্যমে মানব শরীরের অভ্যন্তরে গিয়ে নানা রকম রোগের চিকিৎসা করতে পারবে। গবেষকরা বলছেন, আনুমানিক ২০২৪ সালের দিকেই চিকিৎসা ক্ষেত্রে এই ধরণের রোবটের ব্যবহার শুরু হবে।

 

2.বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

ইন্টারনেট অফ থিংস

অনেকগুলো ডিভাইস একটি আরেকটির সাথে ইন্টারনেট দ্বারা যুক্ত থাকবে এবং তাদের মধ্যে ডাটা আদান প্রদান হবে, সেই পদ্ধতি হলো ইন্টারনেট অব থিংকস (আইওটি)। ডিভাইসগুলো হতে পারে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাথরুমের কল থেকে শুরু করে একটা শহরের ট্রাফিক সিগন্যাল, স্ট্রিটলাইট সিস্টেম! আইওটি র মাধ্যমে জীবনযাত্রার মান সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে। সব কিছু খুব সহজ এবং নিরাপদভাবে হচ্ছে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম-এর জরিপ মতে, ২০২২ সালের মধ্যে আরো প্রায় ১ ট্রিলিয়ন সেন্সর ইন্টারনেটের সাথে কানেকটেড হবে অর্থাৎ আই ও টি সম্প্রসারিত হবে।

 

3.বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

স্মার্ট ক্লথ

স্যামসাং, গুগল-এর মতো বেশ কয়েকটি কোম্পানি স্মার্ট ক্লথের জন্য বিনিয়োগ করেছে। চমক এখানেই শেষ নয়! এতদিন আমরা দেখেছিলাম নানান রকমের জামা-কাপড়, বেল্ট ব্যবহার করে শরীরের মেদ কমানো যায়। তবে এটি দীর্ঘমেয়াদি কাজ। এই জামার সাথে মোবাইল অ্যাপ কানেক্ট করে নিমিষেই মেদ কাটানো সম্ভব! বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালের মধ্যে পৃথিবীর প্রায় ১০% মানুষ এই রকম স্মার্ট ক্লথ পরিধান করবে।

 

4.বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

ইমপ্ল্যান্টেবল মোবাইল

মোবাইল ফোন ছাড়া ২৪ ঘন্টা থাকা যাবে? চিন্তা করতেই অসম্ভব লাগে। মোবাইল ছাড়া আমাদের চলেই না। তাই প্রযুক্তির কল্যাণে আপনার মোবাইল থাকবে আপনার আরো কাছে। একেবারে আপনার শরীরের ভিতর ইমপ্ল্যান্ট করা!

ইমপ্ল্যান্ট্যাবল সেল ফোনের প্রোটোটাইপ ডিজাইন প্রথম করা হয় ২০০২ সালে লন্ডনের রয়েল কলেজ অফ আর্ট এ। মূলত তাদের চিন্তাভাবনা ছিলো, একটা ইমপ্ল্যান্ট্যাবল চিপ যেটা মানুষের দাতের সাথে সংযুক্ত থাকবে। এর মধ্যে একটা রিসিভার থাকবে যেটা দিয়ে মোবাইল ফোন সিগন্যাল রিসিভ করবে চিপ টি। এছাড়া ট্রান্সডিউসার যা রিসিভড সিগন্যালকে ভাইব্রেশনে রুপান্তর করবে।

 

5.বিজ্ঞান যেভাবে বদলে দেবে আগামীর পৃথিবী

কৃত্তিম বুদ্ধিমত্তা

বুদ্ধিমত্তা কে কৃত্রিম বলা হচ্ছে কারণ এই বুদ্ধি মানুষের নয়, মেশিনের। যখন মেশিন বুদ্ধি খাটিয়ে কোনো তথ্য প্রসেস করে এবং অবস্থানুযায়ী সিদ্ধান্ত নেয়, সেটাই হলো আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। এক জরিপের তথ্য মতে, ২০২৬ সালের দিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একটা কর্পোরেট সেক্টরের বোর্ড অফ ডিরেক্টরিতে জায়গা করে নিবে। অর্থাৎ মিটিং হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর সাথে।

এখানেই শেষ নয়। পূর্বের কথা মতো থেমে নেই বিজ্ঞানের অগ্রযাত্রা। রাতে ঘুমাতে গেলেন, সকালে উঠে দাঁত ব্রাশ করে চায়ের সাথে ইন্টারনেটে ঢুঁ মারলেই হয়তো শুনতে পাবেন নতুন কোন প্রযুক্তির খবর। যা আপনার জীবনে নিয়ে আসতে পারে অবিশ্বাস্য গতিময়তা।