ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিজয়নগরে দিন দিন জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪  

বস্তায় আদা চাষ একটি লাভজনক আধুনিক চাষ পদ্ধতি। এ পদ্ধতিতে আদা চাষের জন্য আলাদা করে জমি ও পরিচর্যার প্রয়োজন হয় না। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অনেকের বাড়িতে এ পদ্ধতিতে আদা চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে আদা চাষ করলে অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার ভয় নেই। এ পদ্ধতিতে এক দিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায় অন্য দিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেয়া যায়। বাড়ির উঠান, প্রাচিরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা অথবা যেখানে খুশি বস্তায় আদা চাষ করা যায়। বিশেষ করে ছায়াযুক্ত জায়গাতে এ পদ্ধতিতে চাষ করা যায়। বাঁশ বাগানের তলায় কোনো ফসল চাষ হয় না ফলে জায়গাটা খালি পড়ে থাকে। সেই বাঁশবাগানেও বস্তায় আদা চাষ করা যায়।
এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসতবাড়ির আশপাশে, বিভিন্ন ফলবাগানের নিচে ছায়াযুক্ত স্থানে ১০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে।
বস্তায় আদা চাষের জন্য প্রয়োজন একটি বস্তা, তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালু, এক ঝুড়ি পচা গোবর সার, এক ঝুড়ি চুলার ছাই ও ২৫ গ্রাম ফুরাডান, ১০ গ্রাম টিএসপি, ৫ গ্রাম এমওপি সার। উল্লিখিত উপকরণ একসাথে মিশিয়ে বস্তা ভর্তি করে ৩৫-৫০ গ্রামে ৩ কুঁড়ি বিশিষ্ট আদা বীজ এপ্রিল-মে মাসের মধ্যে রোপণ করতে হয়। এতে প্রতি বস্তায় কৃষকের মাত্র খরচ হয় ৫০-৬০ টাকা।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরে আলম আরো জানান, সঠিক পদ্ধতি প্রয়োজনীয় পরিচর্যা পেলে এক বস্তায় ১-১.৫ কেজি আদা উৎপাদন সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ জানান, ফ্লাড রিকনস্ট্রাকশন এমারজেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের (ফ্রিপ) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রায় এক হাজার ৩২০ জন কৃষককে বস্তায় আদাসহ অন্যান্য ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে কৃষকগণ বস্তায় আদা চাষসহ অন্যান্য ফসল চাষে উৎসাহিত হয়ে উঠছেন। ফ্রিপ এর আওতায় কৃষকদেরকে বস্তায় আদা চাষ প্রদর্শনী প্রদান করা হয়। বিজয়নগর উপজেলায় এ বছর ১০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। এ ছাড়া সরাসরি জমিতে ৩৪ হেক্টর আদা চাষ হয়েছে। বস্তায় ১০ টন এবং জমিতে ৪৭৬ টনসহ মোট ৪৮৬ টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭২ লাখ টাকা। ফসলের বর্তমান যে অবস্থা প্রকৃতি কৃষকের অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা আশা করছি ছাড়িয়ে যাবে। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে ও সরকারের আমদানি নির্ভরতা কমবে।