ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নকল জুস, ড্রিংক জব্দ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত ক্যামিকেল দিয়ে জুস ও ড্রিংক তৈরি করার দায়ে মের্সাস সাইফুল ফুড প্রোডাক্ট নামে এক প্রতিষ্টানের মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে জেলা শহরের খৈয়াসার এলাকায় মের্সাস সাইফুল ফুড প্রোডাক্ট নামক প্রতিষ্টানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরের খৈয়াসার এলাকায় দুটি কারখানায় বিএসটিআই’র সীল নকল করে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে লিচু জুস, ড্রিংকো জুস, চানাচুর, মটর বিহীন ডাল, চিপস ও বরো ড্রিংকসহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য তৈরি করে আসছিলেন কারখানার মালিক মো. হোসাইন। 

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কারখানা দুটিতে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বিহী ম্যাজিষ্ট্র্যাট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাস্কফোর্স সদস্যরা। অভিযানে কারখানায় গিয়ে দেখেন বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ নকল খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে। পরে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, কারখানা পরিচালনার কোন ধরনের বৈধতা না থাকায় মো. হোসাইনকে ১ লাখ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. তৌহিদুল ইসলাম জানান, পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪(১) এর ৪১ ধারা ভঙ্গ করার কারণে কারখানার মালিক মো. হোসাইনকে ১ লাখ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ইন্সপেক্টর (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান জানান, তারা বিএসটিআই'য়ের মোড়ক নকল করে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিলেন। শিশু খাদ্যগুলো বিষাক্ত ক্যামিকেল ব্যবহার ও নোংরা পরিবেশে তৈরি, স্বাস্থ্যের জন্যে মারাত্নক ঝুঁকিপূর্ণ। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অবৈধ নকল কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।