ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভ্যাসলিনের গুণাগুণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

শীতকালে ভ্যাসলিনের কদর বেড়ে যায়। এর জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। শুধু ত্বক ময়েশ্চারাইজড করতেই নয় বরং ভ্যসলিনের রয়েছে নানা রকম উপকারিতা। শীতের দিনে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে ভ্যাসলিন ব্যবহার সর্বাধিক।এছাড়াও পা ফাটা বা ত্বকের বিভিন্ন জায়গাতেও ভ্যসলিন ব্যবহার করা হয়। এমনকি সাজসজ্জা বা দৈনন্দিন জীবনে চলার পথে ভ্যাসলিন অনেক উপকারে আসে। তবে জেনে নিন ভ্যাসলিনের কিছু উপকারি দিক-

নেইলপলিশ ব্যবহারের পর রেখে দিলে এর কৌটার মুখ লেগে থাকে। তা আর খোলা যায় না। কিন্তু এ নেইলপলিশের মুখের সঙ্গে ভ্যাসলিন লাগিয়ে রাখলে আর কখনো মুখ আটকে যাওয়ার ভয় থাকবে না। এছাড়াও নখে নেইলপলিশ লাগানোর সময় তা নখের চারপাশে লেগে যায়।এক্ষেত্রে নখের চারপাশে ভ্যাসলিন লাগিয়ে নিলে রঙ ছড়াবে না আর রঙ লেগে গেলেও খুব সহজে তা উঠে যাবে।

সামান্য ভ্যাসলিন হাতের কব্জিতে বা কানের পেছনে লাগিয়ে স্প্রে ব্যবহার করতে পারেন। কারণ ভ্যাসলিন স্প্রের গন্ধকে শোষণ করে রাখে। যে কারণে স্প্রে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়। সুতরাং কোথাও বের হওয়ার আগে এ পদ্ধতি ব্যবহার করতেই পারেন। অনেক সময় আঙ্গুলে আংটি পড়লে খুলা যায় না। আংটি আটকে থাকে। সেক্ষেত্রে আঙ্গুলে ভ্যাসলিন লাগিয়ে নিলে খুব সহজেই আংটি বেরিয়ে আসবে। আমরা অনেকেই চামড়ার জুতো পড়ে থাকি। সে ক্ষেত্রে ওই জুতো পরিষ্কার করতে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন।

জুতো পরিষ্কার করে ভ্যাসলিন লাগালে সে জুতো চকচকে বা নতুন হয়ে যাবে। অনেক সময় ঘরের দরজায় বা আলমারির দরজায় শব্দ হয়ে থাকে। এ শব্দ বন্ধ করার জন্য ভ্যাসলিন লাগিয়ে দিতে পারেন। চুলে রঙ করার সময় ত্বকেও রঙ লাগতে পারে। সেই রঙ তোলা যায় না। এ সমস্যার সহজ সমাধান হলো ভ্যাসলিন। চুলের নিচে খোলা অংশে ভ্যাসলিন লাগিয়ে নিবেন তবে আর রঙ ত্বকে লাগার কোনো ভয় থাকবে না।

অনেকেরই চোখের পাপড়ি পড়ে যায় কিংবা পাপড়ি চোখের ভেতরে ঢুকে যায়। এ জন্য একটি কটনবাডে ভ্যাসলিন লাগিয়ে আইল্যাশের উপর লাগাতে হবে। তাহলে খুব সহজেই আলগা পাপড়িগুলো খুলে আসবে। তখন আর পাপড়ি চোখের ভেতরে ঢুকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এছাড়াও চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে আমরা মাশকারা লাগিয়ে থাকি। মাশকারা ছাড়াও চোখের পাপড়িতে ভ্যাসলিন লাগিয়ে পাপড়ি ঘন ও উজ্জ্বল করা যায়।

শীতকালে ঠোঁট, হাত ও পা বেশি ফাটে। এ সমস্যার একমাত্র সমাধান হলো ভ্যাসলিন। অনেকেরই কানে দুল পড়ার সময় দুল কানে ঢুকানো যায় না, ব্যথা লাগে। কানের দুল পড়তে সমস্যা হলে কানের লতিতে কিছুসময় ভ্যাসলিন লাগিয়ে রাখতে হবে। তারপর দুল পড়লে আর কানে ব্যথা পাবেন না। তবে ভ্যাসলিন ব্যবহারের ক্ষেত্রে যদি কারো অ্যালার্জি থাকে তবে সে ভ্যাসলিন ব্যবহার থেকে বিরত থাকুন।