ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মহাস্থানগড়ে ‘মহাস্থান’

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

চারিদিকে উৎসবের আমেজ। শুধু বগুড়া নয়, আশেপাশের জেলাগুলো থেকেও হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে ঐতিহাসিক মহাস্থানগড়ে। অনেকে নিজের আত্মীয়-স্বজনকে দাওয়াত করে নিয়ে এসেছেন। বসেছে ছোট-খাটো একটি মেলা, যেখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের জিনিসপত্র।

তবে সবার উদ্দেশ্য এই মেলাকে ঘিরে নয়, এসেছেন ইতিহাসের এই পীঠস্থানে হাজার হাজার বছরের আনন্দ-বেদনার কাহিনীকে মঞ্চের আলোয় অবলোকন করতে।

শুক্রবার সন্ধ্যায় প্রায় সাড়ে নয় হাজার দর্শকের উপস্থিতিতে বগুড়ার মহাস্থানগড়ে মঞ্চস্থ হলো তিন শতাধিক কলাকুশলীর অক্লান্ত পরিশ্রমে নির্মিত প্রত্ননাটক ‘মহাস্থান’। শিল্পকলা একডেমি প্রযোজিত বাংলাদেশের সবচেয়ে বড় এই প্রত্ননাটকটি রচনা করেছেন ড. সেলিম মোজাহার এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বগুড়ার মহাস্থানগড়ের ভাসু বিহারে এই নাটক মঞ্চস্থ হয়।

 

1.মহাস্থানগড়ে ‘মহাস্থান’

আজ একই স্থানে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রযোজিত বাংলাদেশের সবচেয়ে বড় এই প্রত্ননাটকটি মঞ্চায়নের উদ্ধোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

বাংলাদশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথি নাট্যজন আতাউর রহমান, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, প্রত্নতত্ব অধিদপ্তরর মহাপরিচালক মো. আলতাফ হোসেন, বগুড়া জলার জলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূইঞা বিপিএম এবং বাংলাদশ শিল্পকলা একাডমির সচিব মা. বদরুল আনম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলন, বগুড়া আমার খুব প্রিয় শহর। বগুড়ার মাটি যেমন উর্বর এর সংস্কৃতির ইতিহাসও অনেক পুরনো। মহাস্থানগড় হিদু, বৌদ্ধ ও মুসলমান তিনটি সভ্যতার শিল্প নিদর্শন। এই স্থান নিয়ে নির্মিত নাটকটি বিশেষ গুরুত্ব বহন করে।

 

2.মহাস্থানগড়ে ‘মহাস্থান’

মহাস্থান নাটকে দেশের জাতিসত্তার ইতিহাসকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাসের সঙ্গে সময়ের পরম্পরায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম সময়কালকে ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকে প্রাচীন শিকারযুগ থেকে শুরু করে বদিকযুগ, আদিবাসি পর্ব, রামায়নের গীত, কালিদাসের কাব্য, চর্যাপদ, সুফিসামা, বৈষ্ণব পদাবলী, ব্রাহ্মসংগীত, লোকগান, বৃটিশ বিরাধী আন্দোলন, ব্রতচারীদের গান, পঞ্চকবির গান, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, কাব্য-গীত ও ঐতিহ্যের ধারাবাহিকতা পালাগানরূপে প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোপূর্বে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এবং নরসিংদীর উয়ারি-বটেশ্বর স্থাপনা নিয়ে এরকম দুইটি প্রত্ননাটক মঞ্চস্থ করেছে।