ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

লাকসামে সরকারি রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলপাড়া গ্রামে জনচলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া গ্রামের মূল সড়কের মধ্যম পাড়ায় দিয়ে জনচলাচলের প্রায় ১২ফুট জায়গা দখল করে দোকান নির্মাণ করে একই গ্রামের মৃত. আলতাফ আলীর ছেলে মহরম আলী। খতিয়ান সূত্রে মহরমের মালিকানাধীন জায়গা ১৭৮৫ ও ১৭৯২ দাগের মধ্যে সীমাবদ্ধ হলেও সে পাশবর্তী ১নং খাস খতিয়ানের ১৭৬৮ দাগের ১৬ ফুট প্রশস্ত রাস্তার প্রায় ১২ ফুট জায়গা দখল করে ঘর তুলে নেয়। এমতাবস্থায় গ্রামবাসীরা বাধা দিলেও রাস্তা দখল থেকে বিরত হয়নি মহরম আলী।
এদিকে গ্রামের মূল সড়ক দখল হওয়ায় জনচলাচল ব্যাহত হচ্ছে। গ্রামবাসীদের অনেকেই ব্যক্তিগত ভাবে ক্ষোভ প্রকাশ করলেও প্রভাবশালী মহরম আলীর আধিপত্যের কাছে তারা অসহায়।
স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ওই রাস্তা দিয়ে ইউনিয়নটির প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়কটি দিয়ে আজগরা ও চন্দনা বাজার, ইউনিয়ন মিনি স্বাস্থ্য কেন্দ্র, আজগরা এবং চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদরে স্থানীয় লোকজন যাতায়াত করেন। আংশিক কাঁচা হলেও এই সড়কে প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে।
সম্প্রতি দখল হওয়া ১৬ ফুট প্রশস্ত সড়কটির প্রায় ১২ ফুট জায়গায় দোকান নির্মাণের কারণে জনদুর্ভোগ বেড়ে চলছে ওই এলাকার বাসিন্দাদের।
খিলপাড়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন, জন্মের পর থেকে তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তাটি এভাবে কেউ দখল করবে তা তিনি চিন্তাও করেননি। জনযান চলাচলের জন্য রাস্তাটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।