ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

শত্রু পক্ষের হামলায় আঙ্গুল হারালেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

ঈদের ঠিক আগের দিন শত্রু পক্ষের হামলায় আঙ্গুল হারালেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার। ওই হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।
রবিবার (১৬ জুন) দুপুর সোয়া ২টায় দেবীদ্বার উপজেলাধীন বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে  এ ঘটনা ঘটে।
আহত লিটন সরকার (৪৫) ওই গ্রামের মরহুম আব্দুল মজিদ সরকার এর ছেলে।
আহত লিটন সরকারের ছোট ভাই সারোয়ার সরকার জানান, ভাই (লিটন সরকার) বাগুর মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বাগুর তরকারি বাজারে সবজি কেনার সময় একই গ্রামের কাউসার নামের এক সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে পিছন থেকে কোপ দেয়। সামনে থাকা লোকজন চিৎকার দিলে ভাই পিছন ফিরে চাপাতি ধরতে গেলে ধারালোর অস্ত্রের আঘাতে বাম হাতের বৃদ্ধাঙ্গল মাটিতে পড়ে যায়। বর্তমানে ভাইকে নিয়ে আমরা রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটে আছি।
দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়েছি।  হামলকারী কাউসার এর সাথে লিটন সরকারের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত একটি ঝামেলায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।  
এসময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ওপর হামলা করা হয়েছে। নির্মম, নৃশংসভাবে তাঁর বাম হাতের আঙুল কাটা হয়েছে। এসময় দ্রুত বিচার আইনে এর বিচার দাবি করেন।
তারা বলেন, সন্ত্রাসী কাউছার একটি পক্ষের মদদে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটনের বাম হাতের আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এলাকার যত অপরাধ, অপকর্ম কাউছার দ্বারাই সংগঠিত হয়। তাকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন, সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল,সহ-সভাপতি মনির সিকদার,দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, উপ আইন বিষয়ক সম্পাদক আল-আমিন, চান্দিনা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ডা. সাত্তার, সাধারণ সম্পাদক সবুজ সরকার,মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলী হোসেন,দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার।
এসময় উপস্থিত ছিলেন - কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদস্য মো. শামীম,টিটু,মোস্তফা কামাল মামুন,দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি শাহাদাত হোসেন, আবু সুফিয়ান,চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।