ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সাকিব-মাহমুদুল্লাহ-মিরাজের র‍্যাংকিং এ উন্নতি, দেখে নিন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয়ার পথে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ম্যাচে দশ উইকেট।

ম্যাচে মাত্র ১১৭ রানে ১২ উইকেট (৭/৫৮+ ৫/৫৯) নিয়ে গড়েছেন দেশের পক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ড। সবমিলিয়ে চলতি বছর ১৪ ইনিংসে বোলিং করে মিরাজের উইকেট সংখ্যা ৪১টি। যা কি-না এক বছরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও এ বছরেই গড়েছেন তাইজুল ইসলাম। তিনি ৭ ম্যাচের ১৩ ইনিংসে নিয়েছেন ৪৩টি উইকেট। এমন বোলিংয়ের পর আইসিসি র‍্যাংকিংয়ে বড়সড় লাফ দেবেন মিরাজ- এমনটা অনুমেয়ই ছিলো।

তেমনই জানা গেল আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১২ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং নিয়ে উঠে গেছেন ক্যারিয়ার সেরা ১৬ নম্বর অবস্থানে। এছাড়া বোলিং র‍্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি।

তবে ব্যাটিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকায় ৮০ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন সাকিব, রেটিং ৬১৬। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৩৬ রান করে মাহমুদউল্লাহ এগিয়েছেন ১৫ ধাপ। তিনি উঠেছেন ৪৮ নম্বর স্থানে, রেটিং ৫১১।

মিরাজ, সাকিব, মাহমুদউল্লাহরা এগোলেও, পিছিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গিয়েছেন মুমিনুল। মুশফিক পিছিয়েছেন ৭ ধাপ, চলে গিয়েছেন ২৮ নম্বরে।