ব্রেকিং:
‘শুধু অভ্যুত্থান নয়, আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি’ পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ কুমিল্লায় কেউ মারা যায় নি, গুলিবিদ্ধ ৮ জন আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী কুমিল্লায় শিক্ষার্থীদের দুই পাশে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান দেবিদ্বারে স্বজনদের আহাজারি থামছে না ‘গুলিতে মাথার মগজ উড়ে যায় শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সাবেক আইজিপি গভর্নরসহ আ’লীগের মনোনয়ন ফরম নিলেন যারা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন রোববার ৮৩৫ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আওয়ামী লীগের প্রার্থী হতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিন ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান মনোনয়ন ফরম কিনেন।

আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বুথ সূত্রে জানা গেছে, রোববার ঢাকা বিভাগের টাঙ্গাইল-১ আসন থেকে আব্দুর রাজ্জাক, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুরের কালীগঞ্জ থেকে চিত্রনায়ক ফারুক, ঢাকা-৮ থেকে সাবেক ছাত্রনেতা সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, কিশোরগঞ্জ-৫ আসনে শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূরসহ ২২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম বিভাগের চট্রগ্রাম-১ আসনে আওয়ামী লীগের ইঞ্জি. মোশাররফ হোসেন, ফেনী-৩ আসনে অভিনেত্রী শমী কায়সার, চাঁদপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, লক্ষ্মীপুর সদর থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল, ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামসহ ১৮২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ময়মনসিংহ বিভাগে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, নেত্রকোনা-৩ আসনে সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ-৭ আসনে নুরুল আলম পাঠান মিলনসহ ৭২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

রাজশাহী বিভাগে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, একই আসন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীসহ ৭৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খুলনা বিভাগে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, যশোর-২ আসনে প্রফেসর রফিকুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে আনোয়ার হোসেনসহ মনোনয়ন ফরম নিয়েছেন ৮৫ জন।

রংপুর বিভাগে দিনাজপুর-৩ আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৫ আসনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ ৮৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

সিলেট বিভাগে সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনসহ ২৬ জন এবং

বরিশাল বিভাগে বরিশাল-৫ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বরিশাল সদর আসনে জেবুন্নেসা আফরোজ হীরনসহ ৮৮ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার বেলা ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির ৩/এ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।